Cyclone Yaas: তাণ্ডবের আগে মঙ্গলবার থেকেই শুরু বৃষ্টি; ঘূর্ণিঝড় 'য়াস' নিয়ে আর যা জানালো মৌসম ভবন

বছর ঘুরতে না ঘুরতেই ফের ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড় 'যশ' (Cyclone Yaas)। সম্প্রতি মহারাষ্ট্র ও গুজরাটে ঘূর্ণিঝড় 'তৌকতাই'-এর তাণ্ডবে তছনছ পশ্চিমের এই দুই রাজ্য। বাংলায় আম্ফানের পর শক্তি বাড়িয়ে এবার ধেয়ে আসছে 'যশ'। দিল্লির মৌসম ভবন (IMD) আজ জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে শনিবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে শক্তিসঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে।

ঘূর্ণিঝড় (প্রতীকী ছবি: IANS)

কলকাতা, ২০ মে: বছর ঘুরতে না ঘুরতেই ফের ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড় 'য়াস' (Cyclone Yaas)। সম্প্রতি মহারাষ্ট্র ও গুজরাটে ঘূর্ণিঝড় 'তৌকতাই'-এর তাণ্ডবে তছনছ পশ্চিমের এই দুই রাজ্য। বাংলায় আম্ফানের পর শক্তি বাড়িয়ে এবার ধেয়ে আসছে 'য়াস'। দিল্লির মৌসম ভবন (IMD) আজ জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে শনিবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে শক্তিসঞ্চয় করে  ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আজ মৌসম ভবনের আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড় 'য়াস' ক্রমশ বাংলা-ওড়িশা উপকূলের অগ্রসর হবে। এরপর ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে উপকূল এলাকায়। ২২ শে মে উত্তর আন্দামান সাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৪ মে'র মধ্যে ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের তীব্র আকারে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের নিকটে পৌঁছতে পারে। যার জেরে হবে বৃষ্টিপাত। ২৬ মে সকালেই আছড়ে পড়তে পারে। আরও পড়ুন,  আসছে ঘূর্ণিঝড় যশ, গতিবিধি জানতে নজর রাখুন এই লিঙ্কে

যখনই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে বিস্তার লাভ করবে তখন অর্থাৎ আগামী ২২-২৩ তারিখ নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শুরু হবে বৃষ্টিপাত৷ ঘূর্ণিঝড় যত শক্তি বাড়াবে ততই বাড়বে বৃষ্টির পরিমাণ৷ ২৫ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত ওড়িশা, অসম, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে যশের তাণ্ডব চলবে৷ সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও প্রবল৷