Kurmi Tribe Protests In Bengal: তফসিলি উপজাতির মর্যাদার দাবি, আজ পুরুলিয়ার বিভিন্ন স্টেশনে রেল অবরোধ কুড়মিদের

তফসিলি উপজাতির (Scheduled Tribe Status) মর্যাদার দাবিতে রেল অবরোধ (Rail Blocked) কুড়মি (Kurmi) সম্প্রদায়ের। দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railways) আদ্রা ডিভিশনের কুস্তাউর-সহ বিভিন্ন স্টেশনে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ ও ধর্না চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। রেল লাইনে চলছে বিক্ষোভ। আজ বিক্ষোভের দ্বিতীয় দিনে হাজার হাজার মানুষ দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর (kharagpur), খেমাসুলি ও পুরুলিয়া (Purulia) স্টেশনে রেল অবরোধ করেছেন। আন্দোলনের জেরে ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অংশে ট্রেন পরিষেবায় প্রভাব পড়েছে। একই সঙ্গে অবরোধ করা হয়েছে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কও। স্তব্ধ হয়ে গিয়েছে সড়ক এবং রেল যোগাযোগ।

Kurmi Tribe Protests In Bengal (Photo: ANI)

পুরুলিয়া, ২১ সেপ্টেম্বর: তফসিলি উপজাতির (Scheduled Tribe Status) মর্যাদার দাবিতে রেল অবরোধ (Rail Blocked) কুড়মি (Kurmi) সম্প্রদায়ের। দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railways) আদ্রা ডিভিশনের কুস্তাউর-সহ বিভিন্ন স্টেশনে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ ও ধর্না চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। রেল লাইনে চলছে বিক্ষোভ। আজ বিক্ষোভের দ্বিতীয় দিনে হাজার হাজার মানুষ দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর (kharagpur), খেমাসুলি ও পুরুলিয়া (Purulia) স্টেশনে রেল অবরোধ করেছেন। আন্দোলনের জেরে ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অংশে ট্রেন পরিষেবায় প্রভাব পড়েছে। একই সঙ্গে অবরোধ করা হয়েছে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কও। স্তব্ধ হয়ে গিয়েছে সড়ক এবং রেল যোগাযোগ।

ইতিমধ্যে বহু ট্রেন বাতিল ঘোষণা করেছে রেল। ইতিমধ্যেই আদ্রা ডিভিশনের পক্ষ থেকে ১৭টি ট্রেন বাতিল করা হয়। এছাড়াও ১২টি প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনের যাত্রা পথ কমিয়ে দেওয়া হয়। পাশাপাশি ১৩টি ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়। আরও পড়ুন: Insaaf Sabha: বামেদের 'ইনসাফ সভায়' উপচে পড়ল ভিড়, থমকে গেল কলকাতা

বাংলার পাশাপাশি ঝাড়খণ্ড ও ওড়িশাতেও চলছে আন্দোলন। আন্দোলনকারীদর দাবি, কুড়মি জাতিকে তফসিলি উপজাতি তালিকাভুক্ত করতে হবে। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে তালিকাভুক্ত ও অবিলম্বে সারনা ধর্মের কোড চালু করতে হবে। আন্দোলনকারীদের সাফ কথা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে রেল ও রাস্তা অবরোধ।

কুড়মি সমাজের প্রধান নেতা অজিত প্রসাদ মাহাতো বলেন, "আমাদের তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে এই আন্দোলন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রেল ও রাস্তা অবরোধ চলবে।