Teacher Recruitment Scam: গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ, শান্তনু মুখোপাধ্য়ায়কে বহিষ্কার তৃণমূলের

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই প্রথম কঠোর অবস্থান নিল তৃণমূল কংগ্রেস। এই কাণ্ডের ইডি-র কাছে গ্রেফতার হওয়া হুগলির যুবনেতা কুন্তল ঘোষ ও শান্তনু মুখোপাধ্যায়কে বহিষ্কার করল রাজ্যের শাসক দল।

Photo Credits: ANI

কলকাতা, ১৪ মার্চ: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কঠোর অবস্থান নিল তৃণমূল কংগ্রেস। এই কাণ্ডের ইডি-র কাছে গ্রেফতার হওয়া হুগলির যুবনেতা কুন্তল ঘোষ ও শান্তনু মুখোপাধ্যায়কে বহিষ্কার করল রাজ্যের শাসক দল। কুন্তল ও শান্তনু-র বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সরাসরি জড়িয়ে থাকার প্রমাণ মিলেছে বলে অভিযোগ। কুন্তলের বহু সম্পত্তির হদিশ মিলছে। শান্তনুর বিরুদ্ধেও উঠছে বিস্ফোরক অভিযোগ। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আর তাই দলের দুই যুবনেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এখনও জেল থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্যের মত হেভিওয়েটদের নিয়ে কড়া অবস্থান নেয়নি তৃণমূল। বরং পার্থ, মানিকদের ইডি-র গ্রেফতারিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখেই বিভিন্ন সংবাদমাধ্যমে অভিযোগ করছেন তৃণমূলের মুখপাত্ররা।

গত ২০ জানুয়ারি টানা তল্লাশীর পর তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি কুন্তলের ফ্ল্যাট থেকে পায় ইডি। কুন্তল ঘোষের বিরুদ্ধে অভিযোগ, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নেন তিনি। এমন দাবি করা হয় ইডির পক্ষ থেকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তথা নিয়োগ মামলায় অভিযুক্ত তাপস মণ্ডলকে জিজ্ঞাদাবাদ করার সময়ই কুন্তলের কথা ওঠে। আরও পড়ুন- নন্দীগ্রাম দিবসে কী লিখলেন মমতা

দেখুন টুইট

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় প্রায় ৭ ঘণ্টা জেরার পর তৃণমূলের যুব নেতা কুন্তল ঘনিষ্ঠ শান্তনুকে গ্রেফতার করে ইডি। নিজেকে নির্দোষ বলে দাবি করলেও শান্তনুর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে থাকার যথেষ্ট প্রমাণ মিলেছে বলে দাবি ইডি কর্তাদের।