Kunal Ghosh Attacks Arijit Singh, Shreya Ghoshal: বড় খবর, নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী, অরিজিৎ, শ্রেয়া 'মুম্বই, হিন্দি বলয়ের কুকর্ম নিয়ে গান হবে?' তোপ কুণালের

মুম্বই থেকে পুলিশ গ্রেফতার করে সঞ্জয় চক্রবর্তী। কলকাতার চারু মার্কেট থানায় সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর জনপ্রিয় গায়িকা কৌশিকী চক্রবর্তীর কাকা মুম্বইতে চলে যান। মুম্বই থেকেই গ্রেফতার করা হয় সঞ্জয় চক্রবর্তীকে।

Kunal Ghosh, Shreya Ghoshal, Arjit Singh (Photo Credit: Facebook/Instagram)

কলকাতা, ১৪ নভেম্বর: ছাত্রীকে শারীরিক হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয় পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তীকে। নাবালিকার উপর শারীরিক নির্যাতনের অভিযোগে সঞ্জয় চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। মুম্বই থেকে পুলিশ গ্রেফতার করে সঞ্জয় চক্রবর্তী। কলকাতার চারু মার্কেট থানায় সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর জনপ্রিয় গায়িকা কৌশিকী চক্রবর্তীর কাকা মুম্বইতে চলে যান। মুম্বই থেকেই গ্রেফতার করা হয় সঞ্জয় চক্রবর্তীকে। বিষয়টি প্রকাশ্যে আসার পর মুখ খোলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সঞ্জয় চক্রবর্তী যা করেছেন, তার বিরুদ্ধে অরিজিৎ সিং (Arijit Singh) বা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) কিছু বলুন বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস নেতা।

মুম্বইতে (Mumbai) অন্য এক গায়কের ফ্ল্যাট থেকে সঞ্জয় চক্রবর্তীকে (Sanjay Chakrabarty) গ্রেফতারের পর ১৮ তারিখ পর্যন্ত তাঁকে পুলিশে হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এবার অরিজিৎ, অভিজিৎ বা শ্রেয়ারা কিছু বলবেন বলে আশা প্রকাশ করেন কুণাল।

তৃণমূল কংগ্রেস নেতা লেখেন, 

'মুম্বাই থেকে অরিজিৎ, অভিজিৎ, শ্রেয়া, সকলেই আশা করি বাংলার মুখ উজ্জ্বল করা এই ঘটনাটি নিয়ে বিবৃতি দেবেন এবং একটি করে গান শোনাবেন।
অরিজিৎ... আর কবে...
মুম্বাই কিংবা হিন্দি বলয়ের কুকর্ম নিয়ে গান হবে...
আপনারা কি সিলেক্টিভ বিপ্লবী?
বাংলায় কিছু ঘটলে জাগেন, আপনাদের কর্মক্ষেত্রের সর্বভারতীয় জগতে হলে ঘুমান।
জাগবেন???? আর কবে????'
আরজিকর-কাণ্ডের পর অরিজিৎ সিং যে গান বেঁধেছিলেন কিংবা শ্রেয়া ঘোষালের কলকাতায় অনুষ্ঠান বাতিল করা নিয়ে তোপ দাগেন কুণাল ঘোষ। এবারও তাঁর গলায় শিল্পীদের প্রতি ঝাঁঝ উঠে এল প্রকাশ্যে।
দেখুন কুণাল ঘোষ আর কী কী লিখলেন...



@endif