Krishnanagar Girl Death: জ্যান্ত জ্বালানো হয় কৃষ্ণনগরের তরুণীর মুখ, আত্মহত্যা নাকি খুন ভাবাচ্ছে পুলিশকে
মৃতা তরুণীর মায়ের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ এবং খুনের মামলা রজু করে তদন্ত করছে পুলিশ। এদিকে মৃতার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, মৃতদেহে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
কৃষ্ণনগরে (Krishnanagar) তরুণী মৃত্যুর ঘটনা ঘিরে বাড়ছে রসহ্য। মৃতার ময়নাতদন্তের রিপোর্ট বলছে, মৃত্যুর আগেই তরুণীর মুখে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। বছর ১৮-র দশম শ্রেনীর ওই তরুণীর মৃত্যুর কারণ তদন্তে নেমে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দলের সামনে তৈরি হয়েছে বেশ কিছু ধোঁয়াশা। তরুণী নিজে আত্মহত্যা করেছেন নাকি তাঁকে কেউ পরিকল্পনা মাফিক খুন করেছে, সেই রহস্য ক্রমশই জটিল চেহারা নিচ্ছে।
মারা যাওয়ার আগে তরুণীর হোয়াটসঅ্যাপ, ফেসবুকের পোস্ট এমনকি মাকে পাঠানো তাঁর বার্তা তদন্তকারী অফিসারেদের সামনে ধাঁধা তৈরি হয়েছে। সমস্ত পোস্টেই তরুণী লিখে গিয়েছেন, 'আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়'। যা দেখে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করে থাকতে পারেন তরুণী। তবে সেক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন খটকা দিচ্ছে পুলিশকে। আত্মঘাতী হবেন বলে ব্যাগে করে কি কেরোসিন, দেশলাই নিয়েই ঘুরছিলেন তিনি! তরুণীর মৃত্যুর সময় রাত ১২টার পরে। ধৃত প্রেমিক পুলিশকে জানিয়েছে, রাত ১০টা নাগাদ তার সঙ্গে তরুণীর অশান্তি হয়েছিল। তবে ১১টার দিকে তিনি বাড়ি ফিরে এসেছিলেন বলেও জানিয়েছেন। তার পরেই কি আত্মহত্যার সিদ্ধান্ত নেন মৃতা? নাকি জীবন্ত তরুণীর গায়ে আগুন লাগানোর ঘটনায় অন্য কেউ জড়িত? বহু প্রশ্নের উত্তর হাতড়াচ্ছে পুলিশ।
মৃতা তরুণীর মায়ের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ এবং খুনের মামলা রজু করে তদন্ত করছে পুলিশ। এদিকে মৃতার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, মৃতদেহে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মেলেনি যৌন নির্যাতনের প্রমাণও। যদিও সম্পূর্ণ ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেন্সিক রিপোর্ট এখনও আসেনি। তাই নিশ্চিত করে কিছু এখনও অবধি বলা যাচ্ছে না।