Kolkata Weather Update: দুর্গাপুজোর মহাষষ্ঠীতে নিস্তার নেই বৃষ্টি ও গরমের হাত থেকে, সঙ্গে রাখুন ছাতা- জল
আজ মহাষষ্ঠী। শুরু হয়ে গেছে শারদীয়া দুর্গোৎসব। দেশ থেকে বিদেশ নির্ঘন্ট মেনে শুরু হয়ে গেছে মায়ের বোধন। ঢাকে কাঠি পড়ে গেছে। আলোর রোশনাইয়ে ঝলমল করছে কল্লোলিনী কলকাতা। ঢাকের সঙ্গে সঙ্গে ফাটছে বাঙালির নস্ট্যালজিক ক্যাপ- বন্দুকও। যদিও এই ডিজিটালিইজেশনের যুগে বাচ্চারা খুব একটা ক্যাপ- বন্দুকে মনোযোগী তা নয়। সকাল থেকে আজ রোদ ঝলমলে আকাশ। কিন্তু প্যাঁচপ্যাঁচে গরমে অস্বস্তিতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলি।
কলকাতা, ৪ অক্টোবর: আজ মহাষষ্ঠী (Maha Sasthi)। শুরু হয়ে গেছে শারদীয়া দুর্গোৎসব (Sharodiya Durgatsav)। দেশ থেকে বিদেশ নির্ঘন্ট মেনে শুরু হয়ে গেছে মায়ের বোধন। ঢাকে কাঠি পড়ে গেছে। আলোর রোশনাইয়ে ঝলমল করছে কল্লোলিনী কলকাতা। ঢাকের সঙ্গে সঙ্গে ফাটছে বাঙালির নস্ট্যালজিক ক্যাপ- বন্দুকও। যদিও এই ডিজিটালিইজেশনের যুগে বাচ্চারা খুব একটা ক্যাপ- বন্দুকে মনোযোগী তা নয়। সকাল থেকে আজ রোদ ঝলমলে আকাশ। কিন্তু প্যাঁচপ্যাঁচে গরমে অস্বস্তিতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলি।
পুজো তো শুরু হয়ে গেল। কিন্তু বৃষ্টির ভ্রুকুটিতে চিন্তা যেন মাথা থেকে নামছেই না। বৃষ্টিতে দুর্গাপুজো যদি পন্ড হয়? পুজোর আনন্দ মাটি করতে পঞ্চমীর ভোরে হয়েছিল বৃষ্টি। আজ মহাষষ্ঠীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তমী, অষ্টমীতেও বৃষ্টি হতে পারে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস নবমী থেকে পরিস্থিতি বদলাতে পারে। নবমী থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, যা চলবে দশমী পর্যন্ত। আরও পড়ুন,
দুর্গাপুজোর শুভ ষষ্ঠী উপলক্ষে, আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের কাছে এই বাংলা Facebook Greetings, WhatsApp Status, GIFs, HD Wallpapers আর SMS শুভেচ্ছা পাঠান
আবহাওয়া দফতর (IMD)-এর পূর্বাভাস ছিল সপ্তমী (শনিবার) ও অষ্টমী (রবিবার) বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আর নবমী (সোমবার), দশমী (মঙ্গলবার) ভারী বৃষ্টিপাত হতে পারে। রাতের থেকে দিনে বেশি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। শুরুর দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হলেও ধীরে ধীরে দাপট বাড়াবে বৃষ্টি। ষষ্ঠী থেকেই শুরু হতে পারে বৃষ্টি। পরে দশমী পর্যন্ত বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে৷
আজকের তাপমাত্রা থাকবে সর্বাধিক ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণও থাকবে যথেষ্ট। ফলে অস্বস্তি বাড়াবে। তাই আবহাওয়ার কথা মাথায় রেখে প্রস্তুতি নিয়ে প্যান্ডেল হপিংয়ে বেরোন। ছাতা ও জল অবশ্যই নিয়ে বেড়োবেন। নাহলে বৃষ্টিতে ভিজে কিংবা গরমে জল না খেলে অসুস্থ হতে পারেন।