Kolkata: চিকিৎসককে হুমকি দিয়ে তোলাবাজির অভিযোগ, পাটুলি থেকে গ্রেফতার তৃণমূল কর্মী

ঘটনাটি ঘটেছে খাস কলকাতার বুকে। পাটুলি থানা এলাকায় ১১০ নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যেই অভিযুক্ত ক্রান্তি জানাকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College and Hospital) পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। দফায় দফায় চলছে আন্দোলন, মিছিল, অভিযান। দাবি একটাই, মৃত চিকিৎসকের সুবিচার। সরকারি হাসপাতালে নাইট ডিউটিতে কর্তব্যরত মহিলা জুনিয়র ডাক্তারের সঙ্গে এমন নারকীয় ঘটনা চিকিৎসক তথা নার্স, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই আবহে চিকিৎসকে হুমকি দিয়ে তোলাবাজির অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার বুকে। পাটুলি থানা এলাকায় ১১০ নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যেই অভিযুক্ত ক্রান্তি জানাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে।

এলাকবাসীরা জানাচ্ছে, অভিযুক্ত তৃণমূল কর্মী ক্রান্তি জানা স্থানীয় কাউন্সিলর স্বরাজ মণ্ডলের ঘনিষ্ঠ। এলাকায় তিনি কাউন্সিলরের ডান হাত হিসাবে পরিচিত ছিলেন। ঘুরে বেরাতেন বেশ দাপটের সঙ্গেই। পুলিশ সূত্রে খবর, ১১০ নম্বর ওয়ার্ডের বরোদা পার্ক এলাকায় ওই অভিযোগকারী চিকিৎসক নিজের বাড়ি তৈরি করছেন। বাড়ি তৈরির বিভিন্ন কাজের জন্যে মোটা অঙ্কের তোলা চেয়ে চিকিৎসককে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই ওই চিকিৎসক থানার দারস্ত হন। তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। চিকিৎসকের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ক্রান্তি জানাকে।