BJP Workers Arrested At Kolkata: কলকাতায় দিল্লির ধাঁচে বিজেপির 'গোলি মারো...' স্লোগান, ৩ জনকে গ্রেফতার করল পুলিশ

গতকাল কলকাতায় ছিল অমিত শাহর সভা। সেই সভায় যোগ দিতে যাওয়ার আগে কলকাতায় উঠেছিল 'গোলি মারো' স্লোগান। তাতে উত্তেজনা ছড়িয়েছিল ধর্মতলা চত্বরে। শহরের রাজপথে উস্কানিমূলক মন্তব্যের ঘটনায় সক্রিয় হয় পুলিশ। রাতেই সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করে পুলিশ। রবিবার নিউ মার্কেট থানায় ফৌজদারি দণ্ডবিধির ১৫৩-A, ৫০৫, ৫০৬, এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়। যার মধ্যে দুটি জামিনযোগ্য ধারাও রয়েছে।

কলকাতায় অমিত শাহর সভা (Photo Credits: Twitter)

কলকাতা, ২ মার্চ: গতকাল কলকাতায় ছিল অমিত শাহর (Amit Shah) সভা। সেই সভায় যোগ দিতে যাওয়ার আগে কলকাতায় উঠেছিল 'গোলি মারো' (Goli Maaro) স্লোগান (Slogan)। তাতে উত্তেজনা ছড়িয়েছিল ধর্মতলা (Dharmatala) চত্বরে। শহরের রাজপথে উস্কানিমূলক মন্তব্যের ঘটনায় সক্রিয় হয় পুলিশ। রাতেই সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করে পুলিশ। রবিবার নিউ মার্কেট থানায় ফৌজদারি দণ্ডবিধির ১৫৩-A, ৫০৫, ৫০৬, এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়। যার মধ্যে দুটি জামিনযোগ্য ধারাও রয়েছে।

এরপর রাতভর অভিযান চালিয়ে ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ (Police)। ধৃতদের নাম সুরেন্দ্র কুমার তিওয়ারি, ধ্রুব বসু এবং পঙ্কজ প্রসাদবলে জানা গেছে। ধৃত তিনজনই গেরুয়া শিবিরের আইনজীবী সেলের সদস্য। সদর স্ট্রিট লাগোয়া টোটি লেন থেকে সুরেন্দ্র তিওয়ারি, হরিদেবপুর থেকে ধ্রুব বসু এবং পঙ্কজ প্রসাদকে ভবানীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে।

আরও পড়ুন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মধ্যে আতঙ্ক বাড়ানো এনএসজি-র কাজ: অমিত শাহ

রবিবার অমিত শাহের সভায় আসা বিজেপি কর্মীদের মধ্য থেকে অনুরাগ ঠাকুরের দেওয়া বিতর্কিত 'দেশ কি গদ্দারো কো, গোলি মারো **কো’ স্লোগান উঠে আসে। পুলিশের সামনেই তা হতে থাকে। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে রাজধানীতে এমনই স্লোগান দিয়েছিলেন কপিল মিশ্রা ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এনিয়ে সমালোচন হয় রাজধানীতে। এর ফলে দিল্লির ভোটারদের বিজেপির থেকে বিশ্বাস ওঠে বলে মনে করছে রাজনৈতিক মহল। শুধু তাই নয় সিএএ-র বিরোধিতাকারীদের মোকাবিলায় এই স্লোগানই হয়ে উঠেছে বিরোধীদের একমাত্র অস্ত্র।