Kolkata: শহরের পরিত্যক্ত গুদাম থেকে কঙ্কাল উদ্ধার
শহর কলকাতার এক গুদামের ছাদ থেকে উদ্ধার হল কঙ্কাল। স্ট্র্যান্ড রোডের গুদামের ছাদে কঙ্গাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। কঙ্কালটি উদ্ধার করে নর্থ পোর্ট থানার পুলিশ।
কলকাতা, ২২ জুন: শহর কলকাতার (Kolkata) এক গুদামের (Godown) ছাদ থেকে উদ্ধার হল কঙ্কাল (Skeleton)। স্ট্র্যান্ড রোডের গুদামের ছাদে কঙ্গাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। কঙ্কালটি উদ্ধার করে নর্থ পোর্ট থানার পুলিশ (North Port Police Station)। গুদামের বাইরে কঙ্কাল পড়ে থাকতে দেখে নর্থ পোর্ট থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ কঙ্কাল উদ্ধার করে। কীভাবে সেখানে কঙ্কাল এসেছে তার তদন্ত শুরু করেছে পুলিস। আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের সুরক্ষিত রাখার সতর্কবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের
কয়েক বছর আগে ঘটনাস্থলে আগুন লেগেছিল বলে জানা গিয়েছে। কঙ্গালগুলিকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ওটি একটি মানুষেরই কঙ্কাল। রিপোর্ট আসার পর কঙ্গাল রহস্যের রহস্যভেদ হতে পারে।
স্ট্র্যান্ড রোডে কঙ্কাল রহস্যকাণ্ড নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এই ব্যাপারে বিস্তারিত বলতে এখনই রাজি নয়। রিপোর্ট আসার পরই বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানায়।