Durga Puja 2021: দুর্গাপুজো উপলক্ষে এই ৩ দিন সময়সূচি বদলাচ্ছে কলকাতা মেট্রো

দুর্গাপুজো (Durga Puja 2021) উপলক্ষে আগামী ১২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পাতালরেল চলাচলের সময়সূচি বদলাচ্ছে কলকাতা মেট্রো (Kolkata Metro)৷ এই কদিন সকাল দশটা নাগাদ প্রথম মেট্রো দমদম থেকে ছাড়বে৷

Kolkata Metro | Representative Image (Photo Credit: Metro Rail Kolkata @metrorailwaykol Twitter Page)

কলকাতা, ৬ অক্টোবর: দুর্গাপুজো (Durga Puja 2021) উপলক্ষে আগামী ১২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পাতালরেল চলাচলের সময়সূচি বদলাচ্ছে কলকাতা মেট্রো (Kolkata Metro)৷ এই কদিন সকাল দশটা নাগাদ প্রথম মেট্রো দমদম থেকে ছাড়বে৷ একই ভাবে রাত ১১ টায় দমদম থেকে ছেড়ে যাবে শেষ মেট্রো৷ করোনাকালে পুজো দেখাতে হাজারও নিষেধাজ্ঞা জারি হলেও মণ্ডপে যে দর্শণার্থীদের অল্প বিস্তর ঢল নামবে তা বলাই বাহুল্য৷ সরকারি বেসরকারি অফিস ছুটি থাকবে৷ তাই সাত সকালে মেট্রো না চালিয়ে বেলা ১০টা থেকে শুরু হবে পথচলা৷ একেবারে রাত ১১টা পর্যন্ত৷ কেন্দ্রের ও কলকাতা হাইকোর্টে নির্দেশ মেনে মণ্ডপের বাইরে থেকেই দর্শর্ণার্থীদের ফিরতে হবে৷ আরও পড়ুন-PM Modi Mourns the Death of Arvind Trivedi and Ghanashyam Nayak: ঘনশ্যাম নায়েক ও অরবিন্দ ত্রিবেদীর প্রয়াণে গভীর শোক প্রকাশ নরেন্দ্র মোদির, (দেখুন টুইট)

বছর ভর অপেক্ষা এই চারটি দিনের৷ তবে মহামারী গত এক বছরে দারুণ প্রভাব ফেলেছে সব ক্ষেত্রেই৷ তবুও এবার পুজোর আনন্দে মেতেছে কলকাতা৷ কুমোরটুলিতে সাজ সাজ রব৷ শেষমুহূর্তের প্রস্তুতি তুঙ্গে মণ্ডপে মণ্ডপে৷ উদ্যোক্তারাও ছোটাছুটি করছেন৷ মা আসছে, দেবীপক্ষের সূচনা হয়ে গেছে৷ আজ বিভিন্ন মণ্ডপে চক্ষুদান চলছে৷ দুর্গাপুজোর সময়েই ভারতের অন্যপ্রান্তে চলে নবরাত্রী৷ আগামী ১৫ তারিখে দশেরা৷ ৪ নভেম্বরে দীপাবলি৷

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now