খাস কলকাতায় চলন্ত বাসে শ্লীলতাহানির শিকার যুবতী, বেধড়ক মার জনতার
খাস কলকাতায় চলন্ত বাসে শ্লীলতাহানির (Mollested)শিকার এক যুবতী(Woman)।
১৭মে, ২০১৯: খাস কলকাতায় চলন্ত বাসে শ্লীলতাহানির (Mollestation))শিকার এক যুবতী(Woman)। বুধবার সন্ধে ৭.১০ নাগাদ বাড়ি ফিরছিলেন সরকারি দপ্তরের কর্মী ওই যুবতী। রুবি হাসপাতাল (Rubi Hospital)থেকে সিংহবাড়ি বাস স্ট্যান্ডের মাঝে চলন্ত বাসে এক ৪৯ বছরের ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। অভিযুক্ত বিশ্বজিত্ সরকার সার্ভে পার্কের বাসিন্দা। মহিলার যুবতী অভিযোগ করেছেন, বাসে বসেছিলেন তিনি। হঠাত্ই তিনি অনুভব করেন তাঁকে কেউ স্পর্শ করছে। এরপর তাঁর নজরে আসে, এক ব্যক্তি তাঁর জামায় সিমেন ফেলছে। মাথা তুলতেই তিনি চমকে যান। দেখেন, তাঁর পাশেই যৌনাঙ্গ বের করে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি।
আতঙ্কে চিত্কার করে ওঠেন ওই তিনি। অন্য যাত্রীরা সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করে। যুবতী ততক্ষণে ১০০ ডায়ালে ফোন করে ফেলেছেন। বাসটিকে ইএম বাইপাসের (EM Bypass)ধারে দাঁড় করিয়ে দেওয়া হয়। অবিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিবাহিত ও এক সন্তানের বাবা। সে চরম হতাশায় ভুগছে ও তার চিকিত্সাও চলছে।