Kolkata Doctor Rape and Murder: মৃতা চিকিৎসকের পরিচয় প্রকাশের অভিযোগ, লালবাজারে ডাকা হল লকেট চট্টোপাধ্যায়কে
আরজি কর হাসপাতালে খুন এবং ধর্ষণ হওয়া তরুণী চিকিৎসকের নাম এবং পরিচয় প্রকাশের অভিযোগে বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ডেকে পাঠাল কলকাতা পুলিশ
লালবাজারে (Lalbazar) ডেকে পাঠানো হল লকেটকে। আরজি কর হাসপাতালে খুন এবং ধর্ষণ (RG Kar Doctor Rape and Murder) হওয়া তরুণী চিকিৎসকের নাম এবং পরিচয় প্রকাশের অভিযোগে বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) ডেকে পাঠাল কলকাতা পুলিশ (Kolkata Police)। লকেটের সঙ্গে আরও দুই প্রখ্যাত চিকিৎসককে লালবাজারে তলব করেছে কলকাতা পুলিশ। জানা যাচ্ছে, লকেটের সঙ্গে চিকিৎসক ডঃ কুণাল সরকার, ডাঃ সুবর্ণা গোস্বামীকে নোটিস পাঠিয়ে রবিবার দুপুরে ৩টের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে।
আরজি কর ঘটনার (RG Kar Incident) প্রতিবাদ রাজ্যের পাশাপাশি গোটা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের (Kolkata Doctor Rape and Murder) ঘটনার সুবিচার এবং দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছে একাধারে চিকিৎসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ, তারকা এবং শিল্পীরাও। এমতাবস্থায় আরজি করের ঘটনাকে ঘিরে সমাজমাধ্যমে নানা ভুয়ো তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছে লালবাজার। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল শুরু থেকেই ভুয়ো তথ্য ছড়ানো থেকে প্রত্যেককে সতর্ক করেছেন। তা সত্ত্বেও সমাজমাধ্যমে ঘটনাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যাখা করছেন বলেই অভিযোগ কলকাতা পুলিশের।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার হওয়ার নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ করা যাবে না। কিন্তু আরজি করে খুন এবং ধর্ষণ হওয়া চিকিৎসকের নাম পরিচয় বারেবারে সমাজমাধ্যমে ঘুরে ফিরে এসেছে। বিজেপির প্রাক্তন সাংসদও তা প্রকাশ করেছিলেন বলে রবিবার তাঁকে নোটিস পাঠিয়ে ডাকা হয়েছে লালবাজারে। এছাড়া সমাজমাধ্যমে অবাধে ছড়াচ্ছে মৃতা চিকিৎসকের ছবি। এমনকি মৃতদেহ উদ্ধারের পর তোলা সেই সমস্ত ছবিতও সমাজমাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়েছে। হাইকোর্টের তরফে বারবার এই বিষয়ে সতর্ক করা সত্ত্বেও তা রোখা যায়নি।