Sandhya Mukhopadhyay: 'হিন্দিহিন্দুত্বহিন্দিয়াবাদীরা সফল', সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বিস্ফোরক কবীর সুমন

সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর পর কবীর সুমন নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন। যেখানে তিনি বলেন, ''হিন্দিহিন্দুত্বহিন্দিয়াবাদীরা সফল। বাংলার সুরসম্রাজ্ঞীকে অপমান করে তাড়ানো গ্যাছে।'' সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর পর এভাবেই নাম না করে বিজেপিসহ কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করেন কবীর সুমন।

Sandhya Mukhopadhyay, Kabir Suman (Photo Credit: Facebook)

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:  ফের বিস্ফোরক কবীর সুমন (Kabir Suman)। সন্ধ্যা মুখোপাধ্যায়ের ( Sandhya Mukhopadhyay) মৃত্যুর পর যেন বিস্ফোরণ ঘটান তিনি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর পর কবীর সুমন নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন। যেখানে তিনি বলেন, ''হিন্দিহিন্দুত্বহিন্দিয়াবাদীরা সফল। বাংলার সুরসম্রাজ্ঞীকে অপমান করে তাড়ানো গ্যাছে।'' সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর পর এভাবেই নাম না করে বিজেপিসহ কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করেন কবীর সুমন। দেখুন কী লিখলেন তিনি...

সন্ধ্যা মুখোপাধ্যায় পদ্মশ্রী সম্মান ফেরানোর পরপরই কেন্দ্রের বিরুদ্ধে কড়া আক্রমণ করেন কবীর সুমন। সন্ধ্যা মুখোপাধ্যায় অসুস্থ হওয়ার পর তাঁর আক্রমণ আরও তীব্র হয়। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়ে যায় প্রায় গোটা রাজ্যজুড়ে।

আরও পড়ুন:  Sandhya Mukhopadhyay: অন্তিম যাত্রায় সন্ধ্যা মুখোপাধ্যায়, কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য

প্রসঙ্গত প্রজাতন্ত্র দিবসের আগে সন্ধ্যা মুখোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকারের তরফে পদ্মশ্রী সম্মান দেওয়ার তোড়জোড় শুরু হয়। যদিও কেন্দ্রের পদ্মশ্রী প্রত্যাখ্যান করেন গীতশ্রী। ওই ঘটনার একদিন পরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা মুখোপাধ্যায়।