Jyotipriya Mallick: ফের অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক, নাক থেকে গলগল করে বেরোনোয় ভর্তি হাসপাতাললে

রেশন দুর্নীতি নিয়ে মামলায় বেশ অনেকদিন হয়ে গেল জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Jyotipriya Mallick (Photo Credits: X)

রেশন দুর্নীতি নিয়ে মামলায় বেশ অনেকদিন হয়ে গেল জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। আর গ্রেফতার হওয়ার পর প্রায়শই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে বালুকে। বৃহস্পতিবার তাঁর জামিনের মামলার শুনানি ছিল, সেখানে তাঁর আইনজীবী জানান,  হাসপাতালে ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, দিন পাঁচেক আগে জেলে থাকাকালিন আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। নাক, মুখ থেকেও রক্ত বেরোতে দেখা যায়। তাই তাঁকে তড়ঘড়ি বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থীতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে।

প্রাক্তন মন্ত্রীর অসুস্থতার কারণে এদিন শুনানি না হলেও আগামী ২০ নভেম্বক আবারও এই মামলার শুনানি হবে। যদিও এদিন ইডির আইনজীবী জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে জ্যোতিপ্রিয়কে হাসপাতালে ভর্তি করানো হয়নি। আদালত বা তদন্তকারী সংস্থার অনুমতি না নিয়েই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ইডি।



@endif