RG Kar Hospital Incident: বাড়িতে ডেকে তাড়িয়ে দেওয়া হল, কালীঘাটে বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে আক্ষেপের সুর জুনিয়র চিকিৎসকদের গলায়

আজও হল না বৈঠক। আরজি কর কাণ্ডে পাঁচ দফা দাবি নিয়ে কালীঘাটে গিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকরা।

আজও হল না বৈঠক। আরজি কর কাণ্ডে পাঁচ দফা দাবি নিয়ে কালীঘাটে গিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকরা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বাসভবনে ঢোকার আগেই তাঁরা জানতে পারেন যে তাঁদের অন্যতম দাবি বৈঠকের লাইভ স্ট্রিমিং হবে না। এমনকী শুধুমাত্র প্রশাসনের পক্ষ থেকে যে ভিডিয়ো করা হবে সেটি শেয়ার করা হবে না চিকিৎসকদের কাছে। ফলে স্বাভাবিকভাবেই বৈঠক বসবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন চিকিৎসকদের প্রতিনিধি দলের সদস্যরা। এমনকী তাঁরা সেখানে গিয়ে জানতে পারেন যে কোনও দাবি নিয়ে এখানে কথা বলা হবে না বরং তাঁদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্যই এই আলোচনা হত। স্বাভাবিকভাবেই কালীঘাটে গিয়েও খালি হাতে ফিরতে হল জুনিয়র চিকিৎসকদের।

বৈঠক বাতিল হওয়ার পর মুখ্যসচিব, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যসহ রাজ্য প্রশাসনের আধিকারিকরা একে একে সকলেই কালীঘাট থেকে বেরিয়ে যান। এমনকী মুখ্য সচিবের গলাতে শোনাও যায় ধমকের সুর। জুনিয়র চিকিৎসকরা কালীঘাট থেকে বেরিয়ে বলেন, ওনারা আমাদের কোনও দাবিই মানতে রাজি নন। তাহলে কীসের জন্য ডাকা হল আমাদের? এতদূর গিয়েও আমাদের ফিরে আসতে হল। কার্যত বাড়িতে ডেকে আমাদের তাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য বাসভবনের বাইরে বেরিয়ে এসে চিকিৎসকদের অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্ত চিকিৎসকরা কোনওভাবেই বৈঠকে যোগ দিতে চাননি। কিন্তু তারপরেও মার্জিত সুরে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, বৈঠক করবে না ঠিক আছে, কিন্তু বাড়িতে এসেছো যখন একটু চা অন্তত খেয়ে যাও। কিন্তু এই অনুরোধও ফিরিয়ে দেন চিকিৎসকেরা।