Jhargram: লোকালয়ে ঢুকে পড়ায় আগুনের গোলা ছুড়ে হাতিকে হত্যা , ভাইরাল চরম অমানবিক ভিডিয়ো

গোটা ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, হাতির দলের উপর চরম অত্যাচার চলছে।

হাতির উপর হামলা (ছবিঃX@prerna singh bindra)

কলকাতাঃ ফের হাতির(Elephant) উপর অত্যাচার। তবে এ বার কেরল(Kerala) কিংবা তামিলনাড়ু(Tamil Nadu) নয় এই নৃশংসতার ঘটনা ঘটল খোদ ঝাড়গ্রামে(Jhargram)। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার, দুই শিশু সহ ছয়টি হাতি ঝাড়গ্রামের রাজ কলেজ কলোনীতে ঢুকে পড়ে। স্বাভাবিকভাবেই হাতির দল দল দেখে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। কয়েকটি বাড়ির দেওয়াল ভেঙে ফেলে হাতির দল। এই ঘটনায় মৃত্যু এক ব্যাক্তির। এরপরই হাতি তাড়ানোর জন্য ডাকা হয় হুলা পার্টি। লোকালয় থেকে হাতি তাড়ানোর জন্য ব্যবহার করা হয় বর্শা, মশাল ইত্যাদি। হাতিদের লক্ষ্য করে ছোড়া হয় ঘুম পাড়ানি গুলি। এখানেই শেষ নয়, হাতিদের মশালের দেওয়া হয় বলেও অভিযোগ। আর এর জেরে মৃত্যু হয় একটি হাতির। গুরুতর জখম আরও এক। এরপরই এই নৃশংস অত্যাচারের বিরুদ্ধে সরব হন এক পরিবেশকর্মী। গোটা ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, হাতির দলের উপর চরম অত্যাচার চলছে। ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দের ঝড় উঠেছে। যদিও এখনও পর্যন্ত বন দফতরের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

দেখুন ভিডিয়ো