IPL Auction 2025 Live

Jalpaiguri: তিস্তায় ভেসে আসা সেনাবাহিনীর মর্টার শেল বিস্ফোরণে জলপাইগুড়িতে ২ কিশোরের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় ৪

তিস্তায় জলে ভেসে আসা সেনাবাহিনীতে ব্যবহৃত এক যন্ত্রাংশ বিস্ফোরণ ঘটে জলপাইগুড়িতে মৃত্যু হল ২ কিশোরের। আহত হয়েছে ৪ জন।

2 dead in Jalpaiguri as mortar explodes carried by Teesta floodwaters (Photo Credits: ANI)

জলপাইগুড়ি, ৬ অক্টোবরঃ মেঘভাঙা বৃষ্টি তাণ্ডব চালিয়েছে সিকিম জুড়ে (Sikkim Floof)। বেড়ানোর রোমাঞ্চ বদলে সিকিম পরিণত হয়েছে আতঙ্কপুরীতে। হড়পা বানের জেরে তিস্তার (Teesta) জল বিপদসীমার কয়েকগুন উপর দিয়ে বইছে। নিখোঁজের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এখনও অবধি মৃতের সংখ্যা দাঁড়িয়ে ১৮। নিখোঁজের নিরিখে মৃতের সংখ্যা যে আরও বাড়বে তা সহজ অনুমেয়। তিস্তার জলে তলিয়ে গিয়েছে বহু সেনা ছাউনি। ভেসে গিয়েছে সেনাবাহিনীতে ব্যবহৃত নানা বিস্ফোরক যন্ত্রাংশ। তিস্তায় জলে ভেসে আসা তেমনই এক সেনার যন্ত্রাংশ বিস্ফোরণ ঘটে জলপাইগুড়িতে মৃত্যু হল ২ কিশোরের। আহত হয়েছে ৪ জন।

আরও পড়ুনঃ মাঝরাতে ঘুম ভাঙতেই চারিদিকে আগুন, মুম্বইয়ের বহুতলে অগ্নিদগ্ধ হয়ে মৃত ৭, আহত ৫১

পুলিশ সূত্রে খবর, সিকিমের বন্যায় সেনা শিবিরে ব্যবহৃত মর্টার শেল বা ছোট কামান তিস্তার জলে ভেসে আসে। জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের চাঁপাডাঙ্গায় কাঠ সংগ্রহকারী কয়েকজন কিশোর তিস্তা নদীতে ভাসমান ওই মর্টার দেখতে পেয়ে তা বাড়ি নিয়ে যায়। কৌতূহলবশত ওই বিস্ফোরক মর্টার শেল নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে বৃহস্পতিবার রাতে ঘটে বিস্ফোরণ। তাতেই মৃত্যু হয়েছে ২ কিশোরের। তাঁদের মধ্যে একজনের বয়স ৭। আহত ৪ জনকে জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত চারজনের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছে পুলিশ।