Jadavpur University: কান্নায় ভেঙে পড়ে হাত জোর করে যাদবপুর বিক্ষোভকারীর মায়ের আর্তি, 'চিন্তা করবেন না মাসিমা' ভরসা সাংসদ বাবুল সুপ্রিয়র

যাদবপুর বিক্ষোভকারীদের মধ্যে একজন দেবাঞ্জনবল্লভ চট্টোপাধ্যায়কে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি ও এবিভিপি সমর্থকরা। সংবাদমাধ্যমে দেখানো ভিডিওতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের দিন সাংসদ বাবুল সুপ্রিয়র ওপরে হামলা করতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেবাঞ্জনবল্লভ চট্টোপাধ্যায়কে। বাবুলের চুল ধরে টানার ছবি প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। এতে আতঙ্কিত দেবাঞ্জনবল্লভ চট্টোপাধ্যেয়ের মা রূপালি চট্টোপাধ্যায়। আতঙ্ক ছড়িয়েছে বর্ধমানে তাঁর পাড়াতেও।

যাদবপুর বিক্ষোভকারীর মায়ের আর্তি বাবুল সুপ্রিয়কে (Photo Credits: Facebook)

কলকাতা, ২১ সেপ্টেম্বর: JU Agitator' s Mother Urges To Babul Supriyo: যাদবপুর (Jadavpur University) বিক্ষোভকারীদের  মধ্যে একজন দেবাঞ্জনবল্লভ চট্টোপাধ্যায়কে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি (BJP) ও এবিভিপি (ABVP) সমর্থকরা। সংবাদমাধ্যমে দেখানো ভিডিওতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের দিন সাংসদ বাবুল সুপ্রিয়র ওপরে হামলা করতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেবাঞ্জনবল্লভ চট্টোপাধ্যায়কে। বাবুলের চুল ধরে টানার ছবি প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। এতে আতঙ্কিত দেবাঞ্জনবল্লভ চট্টোপাধ্যেয়ের মা রূপালি চট্টোপাধ্যায়। আতঙ্ক ছড়িয়েছে বর্ধমানে তাঁর পাড়াতেও।

বাবুল সুপ্রিয় তাঁর নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে তাঁর মায়ের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। ছেলের হয়ে বারবার ক্ষমা চান ক্যান্সার আক্রান্ত রূপালি চট্টোপাধ্যায়। প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েন রূপালিদেবী। তিনি কাঁদতে কাঁদতে আর্তি জানিয়ে বলেনম, 'আমার ছেলেকে কোনও রাজনীতিতে যেন না জড়ান। ছোট ছেলে ভুল করে ফেলেছে। অনেক কষ্ট করে ওকে বড় করে তুলেছি। দেখতে চাই ও জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। ওর জন্যই বাঁচতে চাই। আর আমার কিছু পাওয়ার নেই। বাবুলের কাছে অনুরোধ, ওর পড়াশোনার জীবন যেন শেষ না হয়ে যায়। একজন ক্যান্সার আক্রান্ত মাসের কথা ভেবে উনি আমার ছেলেকে ক্ষমা করে দিন'। আরও পড়ুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেখতে হাসপাতালে রাজ্যপাল জগদীপ ধনখর

'চিন্তা করবেন না মাসিমা - আমি কোনো ক্ষতি করবোনা আপনার ছেলের! ওর ভুল থেকে ও শিক্ষা নিক এটাই চাই ! আমি নিজে কারো বিরুদ্ধে কোনো FIR তো করিইনি - কারোকে করতেও দিইনি - আপনি দুশ্চিন্তা করবেন না - তাড়াতাড়ি সেরে উঠুন মাসিমা ! আমার প্রণাম নেবেন',বলে ফেসবুক পেজে জানান।



@endif