India's First Underwater Metro: প্রতীক্ষার অবসান, দেশে প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী, দেখুন ভিডিও
নদীর নিচের ৫২০ মিটার অংশ ৪৫ সেকেন্ডে পার হাওয়া যাবে।
কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ ভারতে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো (Underwater Metro) রেলের উদ্বোধন হল। সবুজ পতাকা দেখিয়ে দেশের প্রথম ওয়াটার মেট্রোর উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। এসপ্ল্যানেড-হাওড়া মেট্রো রুটের উদ্বোধন কলকাতার পাশাপাশি দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। হুগলি নদীর নিচ দিয়ে মেট্রো রুটটি তৈরি করা হয়েছে। নদীর নিচের ৫২০ মিটার অংশ ৪৫ সেকেন্ডে পার হাওয়া যাবে। যাত্রীরা যে জলের নিচে দিয়ে যাচ্ছেন, তা বোঝাতে জলের নিচের অংশটি নীল আলো দিয়ে আলাদা করা হয়েছে।
দেখুন
মেট্রোটি উদ্বোধন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রাতে কলকাতায় পৌঁছন। আজ অবশ্য নরেন্দ্র মোদীর বাংলায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে। তিনি আজ বারাসাতের সভায় যোগ দেবেন। সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের সঙ্গেও কথা বলবেন।