Army Officer Arrested In Barrackpore: লিভ-ইন পার্টনার সরকারি মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর জের, ব্যারাকপুরে ধৃত সেনাবাহিনীর ডাক্তার
লিভ-ইন পার্টনার সরকারি মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর জেরে গ্রেফতার হলেন ভারতীয় সেনাবাহিনীর একজন ডাক্তার। শনিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
![Army Officer Arrested In Barrackpore: লিভ-ইন পার্টনার সরকারি মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর জের, ব্যারাকপুরে ধৃত সেনাবাহিনীর ডাক্তার](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/03/Jail-.jpg)
ব্যারাকপুর: লিভ-ইন পার্টনার (Live In Partner) সরকারি মহিলা চিকিৎসকের (Government lady doctor) রহস্য মৃত্যুর (unnatural death) জেরে গ্রেফতার (Arrest) হলেন ভারতীয় সেনাবাহিনীর একজন ডাক্তার (Indian Army Doctor)। শনিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট (Barrackpore Cantonment) এলাকায়।
শনিবার এপ্রসঙ্গে ভারতীয় সেনার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংবাদমাধ্যম এএনআইয়ে প্রকাশিত প্রতিবেদনে ওই বিজ্ঞপ্তিকে উল্লেখ করে জানানো হয়, গত ১৯-২০ তারিখ রাতে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের মান্দালয় কমপ্লেক্সে (Mandalay Complex) অবস্থিত লেফটেন্যান্ট কর্নেল কৌশিক সর্বাধিকারীর (Lt Col Koushik Sarbadhikary) ফ্ল্যাট থেকে প্রজ্ঞাদীপা হালদার নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। লেফটেন্যান্ট কর্নেল সর্বাধিকারী ব্যারাকপুর সেনা বেস হাসপাতালে কর্তব্যরত ছিলেন। ২৩ জুন তদন্তের জন্য তাঁকে তদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ (police ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর সেনা চিকিৎসক কৌশিক সর্বাধিকারীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেছিলেন বারাসত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়া স্বাস্থ্য কেন্দ্রের সরকারি চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদার। কিন্তু, কৌশিকের সঙ্গে সম্পর্কও ঠিক ছিল না বলে অভিযোগ মৃতার পরিবারের। তাদের তরফে কৌশিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ জানানো হয়েছে। ধৃত ওই সেনা চিকিৎসকের বাড়ি থেকে প্রজ্ঞাদীপার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ার পর প্যানিক অ্যাটাকের নাম করে ব্যারাকপুর বেস হাসপাতালে ভর্তি হয়েছিলেন কৌশিক। কিন্তু, শেষ রক্ষা হল না। আরও পড়ুন: WestBengal: শনিবার থেকে শুরু রুটমার্চ, ভোট উপলক্ষ্যে গন্তব্যে পৌছল কেন্দ্রীয় বাহিনী
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)