India General Elections 2024 Results: 'টেনশন রয়েছে তবে আমি ১০০ ভাগ আশাবাদী', গণনা শুরু হতেই বললেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী বলেন, টেনশন তো রয়েছে। পরিশ্রম করেছি, সেই ফল কেমন হবে, তা নিয়ে চিন্তা তো হবেই। তবে আমি ১০০ ভাগ আশাবাদী কারণ এটা মানুষের পাশে থাকার লড়াই বলে মন্তব্য করেন রচনা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ৪ জুন: হুগলি কেন্দ্রে এবার দুই তারকার লড়াই। হুগলি থেকে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন তৃণমূল কংগ্রেসের রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। ৪ জুন সকাল ৮টায় ভোট গণনা শুরু হতেই, সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী বলেন, টেনশন তো রয়েছে। পরিশ্রম করেছি, সেই ফল কেমন হবে, তা নিয়ে চিন্তা তো হবেই। তবে আমি ১০০ ভাগ আশাবাদী কারণ এটা মানুষের পাশে থাকার লড়াই বলে মন্তব্য করেন রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সবে গণনা শুরু হয়েছে। ফলে সবকিছু দেখার অপেক্ষায় রয়েছেন বলেও মন্তব্য করতে শোনা যায় তৃণমূল কংগ্রেস প্রার্থীকে।
এদিকে গণনা শুরু হতেই উত্তরবঙ্গের দুই কেন্দ্রে এগিয়ে বিজেপি। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং বালুরঘাটে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা এবং সুকান্ত মজুমদার এগিয়ে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের পাশাপাশি ঘাটাল কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। মালদহ উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু এগিয়ে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। অন্যদিকে জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে। বোলপুরে এগিয়ে অসিত মাল। বীরভূমে এগিয়ে তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায়।