Durga Puja Can Be Super Spreader: নিয়ম না মানলে করোনার সুপার স্প্রেডার হতে পারে দুর্গাপুজো, সতর্ক করল আইসিএমআর
রিভেঞ্জ ট্যুরিজম তীয় ঢেউয়ের কারণ হতে চলেছে৷ এমনটাই মনে করছে আইসিএমআর (ICMR)৷ কারণ এতদিন লকডাউন ও মহামারীর ভয়াবহতার কারণে ঘরবন্দি থাকতে হয়েছে মানুষকে৷ এখন তাই সুযোগ পেতেই বেড়ানোর নেশা জেগে উঠেছে৷
কলকাতা, ৮ ফেব্রুয়ারি: রিভেঞ্জ ট্যুরিজম তীয় ঢেউয়ের কারণ হতে চলেছে৷ এমনটাই মনে করছে আইসিএমআর (ICMR)৷ কারণ এতদিন লকডাউন ও মহামারীর ভয়াবহতার কারণে ঘরবন্দি থাকতে হয়েছে মানুষকে৷ এখন তাই সুযোগ পেতেই বেড়ানোর নেশা জেগে উঠেছে৷ পুজোর আগেভাগে রাজ্যের চার জেলায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী৷ তালিকার একেবারে শুরুতে রয়েছে দার্জিলিং ও কালিম্পং৷ একইভাবে হিমাচল ও প্রদেশের মানালি, অন্যদিকে অসমেও কোভিড গ্রাফ হু হু করে বাড়ছে৷ পর্যটনই যে তৃতীয় ঢেউকে তরাণ্বিত করবে তানিয়ে একপ্রকার আশঙ্কায় রাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷ পুজোর (Durga Puja) মুখে কেনাকাটার ঢল নেমেছে৷ ভিড়ের মধ্যে কোনওরকম কোভিড বিধি মানা হচ্ছে না৷
কারোর মুখে মাস্ক নেই৷ স্যানিটাইজারের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন অনেকেই৷ এই অবহেলা প্রায় ঘুমিয়ে পড়া করোনাকে থাবা বাড়াতে যে সহযোগিতা করবে তাতে কোনও সন্দেহ নেই৷ এমনিতে গোটা রাজ্যে রোনার প্কোপ দেখা গলেও পাহাড়ে তার হার অনেকটাই কম ছিল৷ তবে পুজোর মরশুমে সেই পাহাড়ই করোনার আশ্রয় স্থ হতে পারে বলে মনে করছে কেন্দ্র৷ দুদিন আগেই গেছে মহালয়া৷ গঙ্গার ঘাটগুলিতে তর্পণের জন্য য়ে কোভিড বিধি বলবৎ হয়েচিল তার কোনওটাই মানা হয়নি৷ পুলিশ প্রশাসন অনুরোধ উপরোধেই নিয়ম শৃঙ্খলাকে বেঁধে রেখেছিল৷ তাই মাস্ক ছাড়া হাজারও জনতা এক ঘাটে একই সঙ্গে তর্পণ করেছে৷ কোভিড নিয়মকে অগ্রাহ্য করে এই লাগামছাড়া তর্পণ যে বিপদের কারণ হতে পারে তা বেশ বোঝা যাচ্ছে৷ স্বাস্থ্য দপ্তর ইতিমদ্যেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে৷ আরও পড়ুন- Suhana Khan Wishes ‘Ma’ Gauri Khan on Her 51st Birthday: গৌরী খানের ৫১-তম জন্মদিনে মেয়ে সুহানার আবেগতাড়িত শুভেচ্ছা, (দেখুন ছবি)
পুজোর চারদিন মণ্ডপের বাইরে থেকে যে ভিড় প্রতিমা দর্শনে বের হবে, তা যে করোনাকে ঠিক কতখানি আবাহনের ছাড়পত্র দিতে চলেছে; সময়ই বলে দেবে৷ এখন নিজে ও পরিবারকে সুস্থ রাখতে হলে বাড়ির থেকে নিরাপদ আর কোথাও নেই৷ বাচ্চাদের বাঁচাতে সংযত হোন৷ কারণ তাদের এখনও টিকাকরণ হয়নি৷
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)