Mamata Banerjee On Sourav Ganguly: বিসিসিআই থেকে সৌরভকে বাদ দেওয়া হল কী উদ্দেশ্যে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিষয়টি যাতে কেন্দ্রীয় সরকারের তরফে রাজনৈতিকভাবে না দেখে ক্রিকেট এবং খেলার স্বার্থে দেখা হয় বলেও আবেদন করেন মুখ্যমন্ত্রী। সৌরভ গঙ্গোপাধ্যায় কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নন বলেও দাদার হয়ে ব্যাটন ধরতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

Mamata Banerjee, Sourav Ganguly (Photo Credit: Twitter/ANI/Instagram0

কলকাতা, ১৬ অক্টোবর: ICC-র নির্বাচনে যাতে সৌরভ গঙ্গোপাধ্যায় লড়াই করতে পারেন, তার ব্যবস্থা করা হোক। প্রধানমন্ত্রীর কাছে এমনই আবেদন করলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় একজন বড় মাপের মানুষ হয়েও বার বার অবহেলিত হচ্ছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিষয়টি যাতে কেন্দ্রীয় সরকারের তরফে রাজনৈতিকভাবে না দেখে ক্রিকেট এবং খেলার স্বার্থে দেখা হয় বলেও আবেদন করেন মুখ্যমন্ত্রী। সৌরভ গঙ্গোপাধ্যায় কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নন বলেও দাদার হয়ে ব্যাটন ধরতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

 

এসবের পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, 'সৌরভ আমাদের গর্ব। ও মাঠেও যথেষ্ঠ দক্ষতার পরিচয় দিয়েছে। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবেও ভাল কাজ করেছেন। আদালতের নির্দেশে অমিতবাবুর ছেলে বিসিসিআইতে থেকে গেলেন কিন্তু সৌরভকে কেন বাদ দেওয়া হল' বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।



@endif