Congress: কংগ্রেস এখন দুর্বল একটা দলে, সারা ভারতে শক্তিশালী বিরোধী মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার
হরিয়ানা, মহারাষ্ট্রে ভরাডুবি কংগ্রেসের। অন্যদিকে জম্মু-কাশ্মীর বা ঝাড়খণ্ডে বিরোধী শক্তি জিতলেও কংগ্রেসের অবস্থা সেখানেও দুর্বল।
হরিয়ানা, মহারাষ্ট্রে ভরাডুবি কংগ্রেসের (Congress)। অন্যদিকে জম্মু-কাশ্মীর বা ঝাড়খণ্ডে বিরোধী শক্তি জিতলেও কংগ্রেসের অবস্থা সেখানেও দুর্বল। আসন সংখ্যা হোক বা ভোট শতাংশের নিরিখে এটাই সামনে এসেছে। তবে লোকসভা নির্বাচনে এনডিএ-কে (NDA) জোড় টক্কর দেওয়া ইন্ডিয়া জোটে (India Alliance) এই কংগ্রেস দলই সকলকে নেতৃত্ব দিয়েছিল। তবে তখনও দেখা গিয়েছিল যে বিরোধী জোটের আসন সংখ্যা বৃদ্ধি হলেও সেখানেও কংগ্রেস একক দল হিসেবে ভালো ফল করতে পারেনি। আর এই নিয়েই কংগ্রেসকে চাচাছোলা ভাষায় আক্রমণ করল বিরোধী জোটের অন্যতম দল তৃণমূল কংগ্রেসেরে নেতা বৈশ্বনার চট্টোপাধ্যায় (Baiswanor Chatterjee)।
তিনি এদিন বলেন, "কংগ্রেস এখন অনেক দুর্বল একটি দল, আমি আগেই এই নিয়ে সন্দেহপ্রকাশ করেছিলাম। এই দলে নেতৃত্ব দেওয়ার মতো লড়াকু নেতা নেই। আগে আমরা দেখেছি ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর মতো নেতাদের। যখন আমরা কংগ্রেস করেছি, তখন এদের দেখেই আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম। কিন্তু এখনকার কংগ্রেসে সেই ধরনের নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে হরিয়ানা, মহারাষ্ট্রের মতো রাজ্যে কংগ্রেসের ভড়াডুবি হয়েছে। ফলে এখন যদি সারা দেশে শক্তিশালী বিরোধী মুখ কেউ রয়েছে, তা কেবল মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ নন"।