Mamata Banerjee: বিচারব্যবস্থা যেন রাজনৈতিক পক্ষপাততুষ্ট না হয়, প্রধান বিচারপতির কাছে আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৯ জুন: শনিবার কলকাতায় অনুষ্ঠিত হল ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির আঞ্চলিক সম্মেলন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud), হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম (T. S. Sivagnanam) ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে যখন দেশের বিচারব্যবস্থা নিয়ে ইদানিং যখন একাধিক প্রশ্নচিহ্ন উঠেছে। সেই আবহে এদিন এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের বিচার ব্যবস্থা নিয়ে সদর্থক মন্তব্য করেছেন। এদিন তিনি বলেন, "আমি কাউকে আঘাত করে কোনও মন্তব্য করবো না। কিন্তু আমার একটাই অনুরোধ বিচারব্যস্থায় যেন কোনও রাজনৈতিক পক্ষপাততুষ্ট না হয়। বিচারবিভাগকে শুদ্ধ, সৎ ও পবিত্র হতে হবে এবং জনগণের ভরসার জায়গা হতে হবে"।

পাশাপাশি তিনি আরও বলেন, "আমাকে নিজেদের পরিবারের একজন মনে করুন। আমি নিজেও তিন-চারটে কেস লড়েছি। আমাদের ভরসা রয়েছে দেশের বিচারব্যবস্থার ওপর। মানুষরা যখন অত্যাচারিত, প্রতারিত হন তখন তাঁদের বিশ্বাস থাকে যে দেশের আইন তাঁদের সাহায্য করবে। বিচারপতি চন্দ্রচূড় দেশের বিচারব্যবস্থাকে উন্নত করতে অনেক সাহায্য করেছে। আমাদের সরকার বিচারব্যবস্থার সঙ্গে রয়েছে"।

অন্যদিকে প্রধান বিচারপতি চন্দ্রচূড় এদিনের অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে বলেন, "আমরা অনেকেই আদালতকে ন্যায় বিচারের মন্দির ভাবি এবং বিচারপতিকে দেবতার সঙ্গে তুলনা করি। কিন্তু এই ভাবনা একদমই ভুল। কেউ যদি আমার সামনে এরকম বলে তাঁকে ততক্ষণাৎ বাধা দিই। কারণ বিচারকরা কোনও দেবতা নয়, তাঁরা মানুষের সেবক। আমাদের বিচার করাই প্রধান কাজ। কাউকে ন্যায়বিচার দেওয়ার আগে আমরা তাঁর সম্পর্কে একটা ধারণা করে নিই। কিন্তু সেটা করা অনুচিত। সকলের প্রতি সহানুভূতি রাখতে হবে। আইন অনুযায়ী বিচার করতে হবে"।