West Bengal Weather Update: তাপদগ্ধ মে মাস, আদ্রতার চাপে নাজেহাল বঙ্গবাসী
মঙ্গলবার রাতে সাময়িক কালবৈশাখী তাপদগ্ধ বাংলাকে কিছুটা স্বস্তি দিলেও বুধবার ফের ঘেমো গরম (Weather Update)৷ লকডাউন পরিস্থিতিতে ঊর্ধ্বমুখী তাপমাত্রায় নাজেহাল ঘরবন্দি রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা, ১৯ মে: মঙ্গলবার রাতে সাময়িক কালবৈশাখী তাপদগ্ধ বাংলাকে কিছুটা স্বস্তি দিলেও বুধবার ফের ঘেমো গরম (Weather Update)৷ লকডাউন পরিস্থিতিতে ঊর্ধ্বমুখী তাপমাত্রায় নাজেহাল ঘরবন্দি রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ। ঘূর্ণিঝড় তকতের দাপটে দিশেহারা পশ্চিম ভারত আর পূর্ব ভারতে চলছে তাপপ্রবাহ৷ চলতি বছরেরে আগেভাগে বর্ষা দেশে এলেও রাজ্যে কবে প্রবেশ করছে তার কোনও খবর এখনও নেই৷ এমনিতে ১ জুন দেশে প্রথম বর্ষা আসে কেরালায়৷ এবার ৩১ মে চলে আসছে৷ যতই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগেভাগে কেরালায় ঢুকে পড়ুক না কেন এরাজ্যে ব্যাপসা গরম এখনই কাটছে না৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: করোনার কাঁটা, দেশে দৈনিক মৃত্যু ভাঙল পুরোনো রেকর্ড
অন্যদিকে পশ্চিমবঙ্গে সাধারণত বর্ষা শুরু হয় ৮ জুন থেকে৷ এবারও হয়তো তার ব্যাতিক্রম হবে না৷ তবে কেরালায় কবে বর্ষা এল তানিয়ে এ রাজ্যের বৃষ্টির মরশুমের কোনও সম্পর্ক নেই বলে মনে করেন আবহাওয়াবিদরা৷ তবে মে মাসের শুরুতে কয়েকদিনের বৃষ্টি একটু হলেও বঙ্গবাসীর তৃষিত চিত্তকে স্বস্তি দিয়েছিল তা বলাই বাহুল্য৷