প্রতীকী ছবি(Photo Credits: Public Domain Pics | Representational Image)

কলকাতা, ১৫ জানুয়ারি: গত সোমবার রানাঘাট থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের নার্সিংহোম গুলিকে। মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারি বাস্তবে কোনও কাজে এল না। কলকাতার উপকণ্ঠে বাঘাযতীনের এক নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ডে (Swasthya Sathi Card) পরিষেবা দিতে অস্বীকার করল। ওই বেসরকারি হাসপাতালের নাম রেডপ্লাস সোসাইটি। গত ১২ তারিখে পেটের সমস্যা নিয়ে সেখানে রোগীকে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের তরফে তখনই জানানো হয় যে রোগীর অস্ত্রোপচরা হলে তবেই স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করা যাবে, নচেৎ নয়। যেহেতু অপারেশন হয়নি তাই এক্ষেত্রে রোগীকে ভর্তি করা ভুল হয়েছে। এমনকী চিকিৎসার টাকাও ফের চেয়েছে ওই বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ। বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে।

আর কয়েক মাসের ব্যবধানে রাজ্যে বিধানসভা নির্বাচন। কেন্দ্রকে টেক্কা মারতে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের অধীনে স্বাস্থ্যসাথী কার্ড রাজ্যবাসীর হাতে পৌঁছে দিতে তৎপর হয়েছে তৃণমূল সরকার। এই স্বাস্থ্যসাথী কার্ড থাকলে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসায় রোগীর পরিবারকে কোনও টাকা দিতে হবে না। যদিও কেন্দ্রের আয়ুষ্মানু ভারতকে বিরোধীরা ভাল বলে দাবি করেছেন। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষকথা, রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডে রোগীর পরীবারকে একটা টাকাও দিতে হচ্ছে না। অথচ কেন্দ্রের আয়ুষ্মান ভারত কার্ডে রোগীর পরিবারকে ৪০ শতাংশ চিকিৎসার খরচ বহন করতে হচ্ছে। তাহলে কোনটা ভাল? প্রশ্ন তুলেছেন তিনি। আরও পড়ুন-India Protests to WHO: WHO-র ওয়েবসাইটে ভারত থেকে আলাদা জম্মু ও কাশ্মীর এবং লাদাখ! প্রতিবাদে সরব নয়াদিল্লি

তবে শুধু শহর কলকাতা নয় ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিপাকে পড়েছেন জেলার বাসিন্দারাও। শিলিগুড়িতে ৭০-এরও বেশি বয়সের নাগরিককে বিনা চিকিৎসায় প্রাণ দিতে হয়েছে। মৃতের নাম মহম্মদ গফ্ফর। তিনি শিলিগুড়ির প্রমোদনগরের মাটিগাড়া এলাকার বাসিন্দা। অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও তাঁকে ভর্তি নেয়নি কোনও বেসরকারি হাসপাতাল। শেষপর্যন্ত মঙ্গলবার বাড়িতেই বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হয়। ‘দুয়ারে সরকার’ প্রকল্পের অধীনে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির কাজ এখনও চলছে। আর এরমধ্যেই হাতেগরম ঘটনা ঘটছে পরপর। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও পরিষেবা পাচ্ছেন না রোগী।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Sourav Ganguly's Mother Covid positive: সৌরভ গাঙ্গুলির মা নিরুপা গাঙ্গুলি করোনা আক্রান্ত, ভর্তি হাসপাতালে

MR Bangur: দেশের সেরা জেলা হাসপাতালের স্বীকৃতি পেল এমআর বাঙ্গুর

Manipur: 'পিপিই কিট নেই, চাকরির নিশ্চয়তা নেই', নিরাপদ আশ্রয়ের খোঁজে কলকাতার বেসরকারি হাসপাতালে ইস্তফা দিয়ে ছেড়ে বাড়ি ফিরলেন নার্সরা

Arvind Kejriwal: রবিতে বিজেপির সদর দফতর অভিযানে কেজরিওয়াল, 'ক্ষমতা থাকলে গ্রেফতার করুণ' মোদীকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

Lok Sabha Elections 2024: রায়বারেলি, আমেথি থেকে হুগলি, লাদাখ- সোমবার পঞ্চম দফার ভোটে যে দশ আসনে নজর

SL W vs WI W Series: জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে শ্রীলঙ্কার মহিলা দল

RCB vs CSK, IPL 2024 Live Streaming: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৪; সরাসরি দেখবেন যেখানে

Bihar: পুলিশ হেফাজতে স্বামী এবং নাবালিকা স্ত্রীকে পিটিয়ে খুন! থানা ঘেরাও করে আগুন জ্বালালেন ক্ষিপ্ত গ্রামবাসী