Kolkata Shocker: দাম্পত্য কলহের জেরে স্বামীর মাথা ও গোপনাঙ্গ কেটে খুন স্ত্রীর, হাওড়ায় চাঞ্চল্য
পারিবারিক কলহকে কেন্দ্র করে একেবারে খুনোখুনি ঘটে গেল হাওড়ায়। অভিযোগ, মাছ কাটার ছুরি দিয়ে স্বামীর মাথায় আঘাত স্ত্রীর। কেটে নেওয়া হল গোপনাঙ্গ। ঘটনাস্থলেই মৃত্যু হল বছর ৪৫ এর ওই ব্যক্তির। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচলা থানার জুজারসাহা গ্রামের মালিপুকুর এলাকায়। মৃত ব্যক্তির নাম মহসিন মল্লিক। পুলিশ দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই স্বামীকে খুনের অপরাধে গ্রেপ্তার হয়েছে ঘাতক স্ত্রী মনিরা। খুনে ব্যবহত মাছ কাটার ছুরিটিও উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত মহসিন মল্লিকের স্ত্রী মনিরা মানসিকভাবে অসুস্থ।
হাওড়া, ১৭ আগস্ট: পারিবারিক কলহকে কেন্দ্র করে একেবারে খুনোখুনি ঘটে গেল হাওড়ায়। অভিযোগ, মাছ কাটার ছুরি দিয়ে স্বামীর মাথায় আঘাত স্ত্রীর। কেটে নেওয়া হল গোপনাঙ্গ। ঘটনাস্থলেই মৃত্যু হল বছর ৪৫ এর ওই ব্যক্তির। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচলা থানার জুজারসাহা গ্রামের মালিপুকুর এলাকায়। মৃত ব্যক্তির নাম মহসিন মল্লিক। পুলিশ দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই স্বামীকে খুনের অপরাধে গ্রেপ্তার হয়েছে ঘাতক স্ত্রী মনিরা। খুনে ব্যবহত মাছ কাটার ছুরিটিও উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত মহসিন মল্লিকের স্ত্রী মনিরা মানসিকভাবে অসুস্থ। এই খুনের ঘটনার নেপথ্যে রয়েছে পারিবারিক গোলমাল। প্রামিক তদন্তে পুলিশের অনুমান, দাম্পত্য কলহ থেকেই খুনোখুনির পর্যায়ে পৌঁছায় গোটা ঘটনা। আরও পড়ুন-Sabarimala Temple: দেশজুড়ে মহামারীর প্রকোপের মধ্যেই খুলল শবরীমালা মন্দির, আজ থেকে শুরু পুজো
মহসিন ও মনিরার দুই ছেলে রয়েছে। তাদের একজন এদিন পুলিশকে জানায় যে, সকালে ঘুম ভাঙলে মা নিজে তাদের বিষয়টি জানায়। মায়ের ঘরে গিয়ে দেখতে বলে, সে কী কাণ্ড ঘটিয়েছে। মায়ের চোখমুখের পরিস্থিতি দেখেই ছেলের বুঝে গিয়েছিল গুরুতর কিছু ঘটেছে। দ্রুত সে ঘরে গিয়ে তারা দেখে, রক্তাক্ত অবস্থায় কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে তাদের বাবা। মানসিক অসুস্থতার কারণে মাঝে মাঝে ওষুধ খেত খুনে মনিরা। একই সহ্গে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই গোলমাল লেগে থাকত। সেই গোলমাল যে এমন চূড়ান্ত পরিণতিতে পৌঁছাবে তা কেউই আঁচ করতে পারেনি। গোটা ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতির তৈরি হয়েছে।