IPL Auction 2025 Live

LOK SABHA ELECTIONS 2019: হাওড়া লোকসভা কেন্দ্রের গতবারের ফলাফল, প্রার্থী তালিকা একনজরে

হুগলি নদীর ওপাড়ে গুরুত্বপূর্ণ শহর হাওড়া। এই এলাকায় অবাঙালি ভোটারের সংখ্যা অপেক্ষাকৃত বেশি।

জলপাইগুড়ি লোকসভায় এবার চতু্র্মুখী লড়াই। (Photo Credit: LatestLY)

হাওড়া:‌ (Howrah)হুগলি নদীর ওপাড়ে গুরুত্বপূর্ণ শহর হাওড়া। এই এলাকায় অবাঙালি ভোটারের সংখ্যা অপেক্ষাকৃত বেশি।

বিধানসভা কেন্দ্র:‌ বালি,হাওড়া উত্তর, হাওড়া মধ্য,শিবপুর,হাওড়া দক্ষিণ,সাঁকরাইল,পাঁচলা

রাজনৈতিক ইতিহাস বলছে হাওড়া লোকসভা (Howrah constituency)কেন্দ্রটি কোনও বারই একচেটিয়া ভাবে দখলে রাখতে পারেনি কোনও দল। এমনকী বাম আমলেও টানা সিপিএমের দখলে থেকেছে বলা যায় না। মাঝে কয়েকবার এখানে ভাগ বসিয়েছে কংগ্রেস। তবে ২০০৯ সাল থেকে শাসক দল তৃণমূলের দখলে আছে হাওড়া।

২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফল

প্রসূণ ব্যানার্জি(‌তৃণমূল কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ৪৮৮,৪৬১(Prasun Banerjee)

শ্রীদীপ ভট্টাচার্য(‌সিপিএম)‌—প্রাপ্তভোট ২৯১,৫০৫

জর্জ বেকার(‌বিজেপি)‌—প্রাপ্ত ভোট ২৮১,১২০

মনোজকুমার পাণ্ডে(‌কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ৬৩,২৫৪

২০১৯ সালের লোকসভা ভোটের প্রার্থী

প্রসূন ব্যানার্জি (‌তৃণমূল কংগ্রেস)‌(TMC)

সুমিত্র অধিকারী(‌সিপিএম)‌(CPM)

রন্তিদেব সেনগুপ্ত(‌বিজেপি)‌(BJP)

মন্তব্য:‌ অবাঙালি ভোটারের আধিক্য থাকায় হাওড়া লোকসভা কেন্দ্রের বেশ কয়েকটি এলাকায় বিজেপি সিঁদ কাটতে শুরু করেছে। এবারের লোকসভা ভোটে তাই শাসক দলকে চিন্তায় ফেলতে পারে এই কেন্দ্রটি।