Locket Chatterjee Breaks Down: হাওড়ায় তৃণমূল কর্মীদের হাতে বিজেপি প্রার্থীর যৌন হেনস্থার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন লকেট, ভিডিয়োতে শুনুন তাঁর অভিযোগ
আট জুলাই পঞ্চায়েত ভোটের দিন হাওড়া জেলার পাঁচলায় গ্রামসভার আসনে দাঁড়ানো একজন মহিলা বিজেপি প্রার্থীকে নগ্ন করে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে।
কলকাতা: আট জুলাই পঞ্চায়েত ভোটের (WB Panchayat Elections 2023) দিন হাওড়া জেলার (Howrah district) পাঁচলায় গ্রামসভার আসনে দাঁড়ানো একজন মহিলা বিজেপি প্রার্থীকে (BJP candidate) নগ্ন করে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকেলে কলকাতায় সাংবাদিক বৈঠক করার সময় এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন (breaks down) বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদিকা ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee)। মণিপুরের নিন্দাজনক ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানালেও পাঁচলার ঘটনা প্রসঙ্গে কেন চুপ রয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আরও পড়ুন: 21 July: 'বেটি বাঁচাও স্লোগান কোথায়, আজ বেটি জ্বলছে', মণিপুরের ঘটনায় কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেখুন ভিডিয়ো:
যদিও এই অভিযোগ সত্যি নয় বলে জানানো হয়েছে হাওড়া পুলিশের তরফে। তাদের দাবি, এই বিষয়ে তদন্ত করার পর দেখা গেছে এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি। কারণ ওই বুথে থাকা রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর থেকেও এই ধরনের ঘটনা সম্পর্কে কোনও তথ্যই পাওয়া যায়নি।