Coronavirus In West Bengal: ভাঙল সব রেকর্ড, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১ হাজার ৮৯৪ জন
একদিনে করোনা (Coronavirus) সংক্রমণে অতীতের সব রেকর্ড ভাঙল রাজ্যে (West Bengal)। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ১ হাজার ৮৯৪ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের। ফলে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ হাজার ১১ জন। মৃতের সংখ্যা ১ হাজার ০৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৮ জন। মোট সুস্থ হয়েছেন ২২ হাজার ১৫৩ জন। রাজ্যে সুস্থতার হার ৫৮.৫৪ শতাংশ। আজ স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে।
কলকাতা, ১৭ জুলাই: একদিনে করোনা (Coronavirus) সংক্রমণে অতীতের সব রেকর্ড ভাঙল রাজ্যে (West Bengal)। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ১ হাজার ৮৯৪ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের। ফলে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ হাজার ১১ জন। মৃতের সংখ্যা ১ হাজার ০৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৮ জন। মোট সুস্থ হয়েছেন ২২ হাজার ১৫৩ জন। রাজ্যে সুস্থতার হার ৫৮.৫৪ শতাংশ। আজ স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে।
শুক্রবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত ছাড়িয়ে গেছে ১০ লাখ। আজ সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৯৫৬ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ২৪ ঘণ্টার নিরিখে যা এখনও অবধি সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১০ লাখ ৩ হাজার ৮৩২ জন। একদিনে মৃত্যু হয়েছে ৬৮৭ জনের। এর মধ্যেই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭৫৭ জন। মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ৬০২। আরও পড়ুন: Kolkata: ৩১ জুলাই পর্যন্ত দিল্লি, মুম্বই সহ দেশের ৬ শহর থেকে কলকাতায় নামবে না কোনও বিমান
দেশের মধ্যে ধারাবাহিকভাবে করোনা বিধ্বস্ত রাজ্যটি হল মহারাষ্ট্র। যেখানে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৮৪ হাজার ২৮১ জন। মৃতের সংখ্যা ১১ হাজার ১৯৪ জন। ১ লক্ষ ৫৬ হাজার ৩৬৯ জন করোনা আক্রান্তকে নিয়ে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু।