West Bengal Weather Update: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস, জারি কমলা সতর্কতা; নিচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা
দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। সোমবার বাংলা লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আজ সন্ধে থেকে দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা। প্রবল বৃষ্টিতে বাড়বে নদীর জলস্তর। উত্তাল হবে সমুদ্র। জলচ্ছ্বাসের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
কলকাতা, ২৫ অগস্ট: দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী ৪৮ ঘণ্টা প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। সোমবার বাংলা লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ (Low Pressure) সৃষ্টি হয়েছে। আজ সন্ধে থেকে দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা। প্রবল বৃষ্টিতে বাড়বে নদীর জলস্তর। উত্তাল হবে সমুদ্র। জলচ্ছ্বাসের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকায় সৈকত এলাকায় জারি সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ দফায় দফায় বৃষ্টি হতে পারে। সন্ধের পর থেকে কলকাতা সহ ৬টি জেলায় ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। পাশাপাশি, আজ অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা (Orange Alert) জারি। আগামীকাল থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস। দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, হাওড়া, হুগলী, ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টি হবে পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। আরও পড়ুন, রাজ্যে ১ দিনে আক্রান্ত প্রায় ৩ হাজার, উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী
আজ সকাল থেকে আকাশ রৌদ্রোজ্জ্বল। আকাশজুড়ে মেঘের আনাগোনা। তবে হাওয়াও বইছে। সকাল থেকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। তবে সন্ধে থেকে পরিস্থিতি খারাপ হবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিচু এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে তা আগেই জানিয়েছে আবহাওয়া দফতর। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বর্ষণ অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বুধবার বৃষ্টির দাপট বেশি থাকবে পশ্চিমাঞ্চলে। তবে দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও আবহাওয়ার আহামরি উন্নতি হবে না। কয়েকটি জেলায় সে দিনও ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত প্রবল বৃষ্টি চলবে ঝাড়খণ্ডে।