Kolkata Rain: রাতভর ভাসানোর পর আজও সকাল থেকে চলছে বৃষ্টি, শহরের কোথায় কোথায় জমল জল
গতকাল, মঙ্গলবার রাতভর চলে বৃষ্টি। আজ সকাল থেকেই কখনও টিপটিপ, কখনও ঝমঝম করে চলছে বৃষ্টি। ফলে শহরের কিছু অংশে জমেছে জল।
কলকাতা, ১৬ জুন: গতকাল, মঙ্গলবার রাতভর চলে বৃষ্টি (Kolkata Rain)। আজ সকাল থেকেই কখনও টিপটিপ, কখনও ঝমঝম করে চলছে বৃষ্টি। ফলে শহরের কিছু অংশে জমেছে জল। বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের কিছু অংশে, জাগরণি সহ নানা জায়গায় জমে জল। খিদিরপুরের ভূ-কৈলাস রোড, রমানাথ পাল রোড, বেরাপুকুর মোড়ে। বাবুবাজার, মোমিনপুর বাজার চত্বরেও জমে জল। করোনায় রাজ্য সরকারের বিধিনিষেধ থাকলেও বেশ কিছু অফিস আজ থেকে খুলে যাওয়ায় রাস্তায় গাড়ি চলছে ভালই। জল জমে থাকায় ট্র্যাফিক সমস্যা দেখা দিয়েছে।
এদিকে, আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এজন্য ১৭ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণের পাশাপাশি উত্তরে জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ সঙ্গে বজ্রপাতও হতে পারে৷