Kolkata Rains: নিম্নচাপের বৃষ্টিতে নাজেহাল শহর, দুপুরের দুর্যোগ কলকাতায়, দুই জেলায় জারি লাল সতর্কতা, জানুন আবহাওয়ার পূর্বাভাস

আশঙ্কাই সত্য়ি হল। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয় নামল বৃষ্টি। দক্ষিণ পূর্ব বঙ্গোসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে শহরে বৃষ্টি।

Kolkata Rain (File Photo. Photo Credits: ANI)

কলকাতা, ১৩ সেপ্টেম্বর: Kolkata Rains: আজ, শুক্রবার দুপুর থেকে দফায় দফায় বৃষ্টি চলছে। বজ্রবিদ্যুত সহ বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। সঙ্গে বইল দমকা হাওয়া। এখনও আকাশের মুখভার। দুপুরে স্কুল, কলেজ ছুটি হয়ে বাড়ি ফিরতে গিয়ে ভিজল পড়ুয়ারা। কলকাতার পাশাপাশি হাওড়া সহ কিছু জেলায় বৃষ্টি হল। মৌসুমী অক্ষরেখা আবার বাংলায় সক্রিয় হওয়ার ফল এবার দেখা যাচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় অতি বৃষ্টিও হতে পারে। আগামিকাল, শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমানের কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে লাল সতর্কতা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণের বেশ কিছু জেলায়। আরও পড়ুন-স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকেরা খুলে ফেললেন ক্লিনিকাল ক্যাম্প, বিনামূল্যে দেওয়া হচ্ছে ওষুধও

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। উত্তরবঙ্গের মালদহতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।