Cyclone Dana: বাতিল সমস্ত কর্মসূচী, দিনভর কন্ট্রোল রুমে অবস্থান, ঘূর্ণিঝড় ডানা আবহে ভিডিয়ো বার্তায় যা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
রাজভবনের কন্ট্রোল রুম থেকে ঘূর্ণিঝড় ডানার কার্যকলাপের উপর নজর রাখবেন, এমনটাই জানিয়েছেন তিনি।
নয়াদিল্লিঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা(Cyclone Dana)। বৃহস্পতি রাতেই স্থলভাগে আছড়ে পড়তে পারে শক্তিশালী এই ঘূর্ণিঝড়(Cyclone)। আর এই ঝড়ের কারণে এবার সমস্ত কর্মসূচী বাতিল করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস(CV Ananda Bose)। রাজভবনের কন্ট্রোল রুম থেকে ঘূর্ণিঝড় ডানার কার্যকলাপের উপর নজর রাখবেন, এমনটাই জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়া এক্স-এ রাজভবনের তরিফে একটি ভিডিয়ো টুইট করা হয়। এই ভিডিয়ো বার্তার মাধ্যমে রাজ্যপাল বলেন, "আমরা এখন সঙ্কটের মুহুর্তে দাঁড়িয়ে। সাইক্লোন ডানা ক্রমশ এগিয়ে আসছে। বাংলায় আগে অনেক ঝড় হয়েছে। আমরা ডানাকেও আত্মবিশ্বাস ও দৃঢ়তার সাথে মোকাবিলা করব। ভারত একসঙ্গে রুখে দাঁড়াবে। এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠব।" শুধু তাই নয়, তিনি আরও বলেন, "সরকার এবং বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দ্বারা জারি করা সমস্ত নির্দেশাবলী অনুসরণ করুন। রাজ্য সরকার এবং ভারত সরকারের সমস্ত বিপর্যয় মোকাবিলা যন্ত্রগুলি প্রস্তুত।" পরিস্থিতি ঠেকাতে সবরকমের ব্যবস্থা করা রয়েছে বলে আশ্বাস দেন শেষে।
ডানা আবহে ভিডিয়ো বার্তায় যা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস