Governor CV Anand Bose: জি–২০ বৈঠক বাতিল, উত্তরবঙ্গ সফরে কাটছাট করে কলকাতা ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শিলিগুড়িতে জি–২০ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু মাঝপথে সফর বাতিল করে কলকাতায় ফিরছেন তিনি। সূত্রের খবর হুগলীর রিষড়ার ঘটনায় উদ্বিগ্ন তিনি।
শিলিগুড়িতে জি–২০ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু মাঝপথে সফর বাতিল করে কলকাতায় ফিরছেন তিনি। সূত্রের খবর হুগলীর রিষড়ার ঘটনায় উদ্বিগ্ন তিনি।
গত রবিবার থেকে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে হুগলি জেলার রিষড়া এলাকা। তারপর পুলিশ–প্রশাসনের তৎপরতায় রাতের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও আবার সোমবার রাতে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে রিষড়ায়।ট্রেন লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে বিক্ষোভকারীরা। বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র্যাফও। পুলিশকে লক্ষ্য করে পাথর–ইট ছোড়া হলে এক পুলিশকর্মী আহত হয়। একটি পুলিশের গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে রাত ১০টার পর থেকে হাওড়া–বর্ধমান শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। রাতে রিষড়ায় ১৪৪ ধারাও জারি করা হয়।
এইসব খবর সামনে আসতেই উদ্বিগ হয়ে ওঠেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাহাড় সফর কাটছাঁট করে আজ মঙ্গলবারই তিনি কলকাতায় ফিরছেন বলে জানা গেছে। দুষ্কৃতী দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না বলে আগেই কড়া বার্তা দিয়েছেন তিনি। রাজ্যপালের কড়া বার্তা, হিংসায় যুক্ত অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধকে রেয়াত করা হবে না বলেও হাওড়ার ঘটনার দিন বার্তা দেন রাজ্যপাল।