ইরান আমেরিকার যুদ্ধের হুমকিতে সোনার দাম আকাশছোঁয়া, কলকাতাতে ৩৫ হাজার
৬ বছরে সর্বোচ্চ সোনার দাম।
কলকাতা, ২৬জুন: ইরানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে আমেরিকা, এখনও যুদ্ধের আবহাওয়া তৈরি হয়নি। তবে ছেড়ে দিতে নারাজ ইরানও, আর এই সুয়োগেই বিশ্বাবাজারে সোনার দাম শুনলে আঁতকে উঠবেন। কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দাম ৩৫ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। এই প্রথম দেশের বাজারে দামের দিক থেকে রেকর্ড গড়ল সোনা।ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ১ জুন রাজ্যে প্রতি ১০ গ্রাম পাকা সোনা ছিল ৩২,৬৮৫ টাকা। সেখান থেকে দাম যেখানে দাঁড়িয়েছে, তাতে তিন সপ্তাহেই তা বেড়েছে ২,৩৯৫ টাকা। আরও পড়ুন-‘কিসিকা বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়!’লোকসভায় বিজেপিকে ‘ধুয়ে দিলেন’ তৃণমূল সাংসদ মহুয়া মিত্র
বিশ্ব জুড়ে শেয়ার বাজারে মৃদু কাঁপুনি ধরিয়েছে আমেরিকার সঙ্গে ইরানের ‘যুদ্ধং দেহি’ সম্পর্ক। সম্প্রতি ইরান মার্কিন নজরদারি ড্রোন গুলি করে নামানোর পরে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত কার্যত নিয়েই ফেলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ মূহুর্তে সিদ্ধান্ত বদলান তিনি। কিন্তু এখনও দু’দেশের মধ্যে যে রকম উত্তেজনার পরিস্থিতি, তাতে খুব নিশ্চিন্ত নন লগ্নিকারীরা। অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ভাইস চেয়ারম্যান শঙ্কর সেন বলেন, ‘‘ফাটকাবাজরা দাম বাড়াতে আগাম লেনদেনে বেশি করে লগ্নি শুরু করায় কৃত্রিম ভাবে চাহিদা বেড়েছে। ফলে বাড়ছে সোনার দাম।’’
বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত যুদ্ধ বাধলে বা সে রকম অস্থির পরিস্থিতি তৈরি হলে, বাজার টালমাটাল হয়। তখন প্রায়শই আগে থেকে লগ্নির নিরাপদ গন্তব্য হিসেবে কদর বাড়তে থাকে সোনার। এ বারও খানিকটা তেমনই ঘটছে বলে তাঁদের ধারণা। আর বিশ্ব বাজারে পাকা সোনার দাম যেহেতু বাড়ছে আর সেই সঙ্গে ডলারের দর এখনও যথেষ্ট চড়া, তাই ভারতেও ওই ধাতুর রেকর্ড দৌড় দেখা যাচ্ছে বলে তাঁদের অভিমত। এই উত্থানে ইন্ধন জুগিয়েছে মার্কিন-চিন বাণিজ্য যুদ্ধ। এ দেশে শেয়ার বাজারে লগ্নিকারীদের খুব একটা স্বস্তিতে থাকতে দিচ্ছে না বৃষ্টি ভাল না হওয়া নিয়ে দুশ্চিন্তা, অনেক সংস্থার খারাপ আর্থিক ফল ইত্যাদি। বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ থাকছে বিশ্ব অর্থনীতি কিছুটা ঝিমিয়ে পড়ার কারণেও।