Howrah: ভারত ভ্রমণে বেড়িয়ে গঙ্গাবক্ষে মৃত্যু হল বিদেশী পর্যটকের, তদন্তে নেমেছে হাওড়া থানার পুলিশ

ভারত ভ্রমণে বেরিয়ে মর্মান্তিক ঘটনা ঘটল একটি বিদেশী পর্যটকের। গঙ্গা বিহারে বেরিয়ে মাঝ নদীতেই মৃত্যু হল ৯১ বছরের জার্মান নাগরিক রিচার্ড কার্ল ম্যাফের।

Death, Representational Image (Photo Credit: File Photo)

ভারত ভ্রমণে বেরিয়ে মর্মান্তিক ঘটনা ঘটল একটি বিদেশী পর্যটকের। গঙ্গা বিহারে বেরিয়ে মাঝ নদীতেই মৃত্যু হল ৯১ বছরের জার্মান নাগরিক রিচার্ড কার্ল ম্যাফের। মঙ্গলবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) বি গার্ডেন এলাকায়। জানা যাচ্ছে, ভ্রমণের মাঝেই আচমকাই অসুস্থবোধ করতে শুরু করেন রিচার্ড। এরপর তড়িঘড়ি গঙ্গার ঘাটে জাহাজটি নিয়ে আসা হয়। তারপরেই পর্যটকের গ্রুপের বাকি সদস্যরা তাঁকে নিয়ে আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা রিচার্ডকে মৃত বলে ঘোষণা করে। জানা যাচ্ছে, এই গ্রুপে মোট ২৪ জন জার্মানী ও ১৪ জন আমেরিকান ছিলেন।

খবর পেয়েই মঙ্গলবার রাতে হাসপাতালে পৌঁছান বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। তাঁরাই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। সেই সঙ্গে জার্মান দূতাবাসেও খবরও দেওয়া হয়, যাতে মৃতের পরিবারের হাতে দেহ তুলে দিতে পারে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বার্ধক্যজনিত রোগের কারণেই মৃত্যু হয়েছে তাঁর। সূত্রের খবর, এই পর্যটকদের দলটির পুরো ভারত ঘোরার পরিকল্পনা ছিল। গত বুধবার সকালেই এই দলটির জলপথে বারানসী যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। তাঁর আগেই এই ঘটনায় শোকস্তব্ধ সকলে।