Durga Puja 2022: অসুরের মুখে গান্ধীজিরর আদল নিয়ে বিতর্ক তুঙ্গে, কী বলল অখিল ভারত হিন্দু মহাসভা
অখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, দুর্গা প্রতিমার সঙ্গে গান্ধীর মুখের আদলে যে অসুরকে দেখা যাচ্ছে, তা আচমকা কোন একটি ঘটনা। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলে, পুলিশ ওই পুজো মণ্ডপে হাজির হয় এবং অসুরের মুখ পালটানোর নির্দেশ দেয়।
কলকাতা, ৩ অক্টোবর: হিন্দু মহাসভার পুজো ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে। কলকাতার রুবি মোড়ের কাছে অখিল ভারত হিন্দু মহাসভা যে পুজোর আয়োজন করেছে, সেখানে অসুরের আদল যেভাবে মহাত্মা গান্ধীর মত করে তৈরি করা হয়েছে, তা নিয়ে বিতর্ক দানা বাধতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতেও তৈরি হয়েছে বিবাদ। অখিল ভারত হিন্দু মহাসভা কীভাবে গান্ধীজির মুখের আদলে অসুরের মুখ তৈরি করল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে কংগ্রেস, তৃণমূল সব পক্ষই।
অখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, দুর্গা প্রতিমার সঙ্গে গান্ধীর মুখের আদলে যে অসুরকে দেখা যাচ্ছে, তা আচমকা কোন একটি ঘটনা। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলে, পুলিশ ওই পুজো মণ্ডপে হাজির হয় এবং অসুরের মুখ পালটানোর নির্দেশ দেয়।
প্রসঙ্গত রবিবার এক সাংবাদিক অখিল ভারত হিন্দু মহাসভার পুজোর ছবি শেয়ার করেন। তারপরই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায়।