Fuel Price: পেট্রোল, ডিজেলে রাজ্য শুল্ক না কমালে বিক্ষোভ জোরদার হবে: সুকান্ত মজুমদার

সোমবারের পর মঙ্গলবারও বিজেপির রাজ্য নেতা এবং কর্মীরা পেট্রোল, ডিজেলের উপর রাজ্যের শুল্ক হ্রাসের দাবিতে প্রতিবাদ করেন। যা নিয়ে ধুন্ধুমার শুরু হয়ে যায়।

Sukanta Majumdar (Photo Credit: Twitter/ANI)

কলকাতা, ৯ নভেম্বর: পেট্রোল, ডিজেলে ৫ এবং ১০ টাকা কমানোর পরও কেন রাজ্য সরকারের তরফে শুল্ক হ্রাস করা হচ্ছে না, তা নিয়ে ফের প্রশ্ন তুলল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি পেট্রোল, ডিজেলের উপর শুল্ক না কমান, তাহলে বিজেপির প্রতিবাদ আরও জোরদার হবে। নবান্ন ঘেরাও করেও এর প্রতিবাদ করা হবে। এমনই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

 

সোমবারের পর মঙ্গলবারও বিজেপির (BJP) রাজ্য নেতা এবং কর্মীরা পেট্রোল, ডিজেলের উপর রাজ্যের শুল্ক হ্রাসের দাবিতে প্রতিবাদ করেন।

আরও পড়ুন: Kolkata: রাজ্যে পেট্রোল, ডিজেলের শুক্ল কমানোর দাবিতে বিজেপির মিছিল আটকাল পুলিশ, ধুন্ধুমার কলকাতায়

প্রসঙ্গত পেট্রোল (Petrol), ডিজেলের উপর থেকে শুল্ক হ্রাসের দাবিতে বিজেপির সদর দফতর থেকে সোমবার মিছিল শুরু হয়। রানি রাসমণি রোড পর্যন্ত সেই মিছিল পৌঁছতে না পৌঁছতেই সেন্ট্রাল অ্যাভিনিউতে তা আটকে দেয় পুলিশ (Police)। পুলিশি ব্যারিকেড ভেঙে বিজেপির মিছিল এগোতে চাইলেও তা আটকে দেওয়া হয়। যা নিয়ে কার্যত ধুন্ধুমার শুরু হয়ে যায় দু পক্ষের মধ্যে। এরপরই শোরগোল শুরু করে দেন বিজেপির নেতা, কর্মীরা।