IPL Auction 2025 Live

TMC: লোকসভার আগে জোড়াফুলের গুরু দায়িত্ব কাদের কাঁধে, কোন জেলায় তৃণমূলের দায়িত্বে কে

লোকসভা নির্বাচনের জেলাস্তরে সংগঠনে রদবদল করল তৃণমূল। বিভিন্ন জেলায় নতুন সভাপতি, চেয়ারপার্সন নিয়োগ করলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee on 21st July Meeting. (Photo Credits: Twitter)

লোকসভা নির্বাচনের জেলাস্তরে সংগঠনে রদবদল করল তৃণমূল। বিভিন্ন জেলায় নতুন সভাপতি, চেয়ারপার্সন নিয়োগ করলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে ভাল ফলের জন্য দলে সংগঠনে ঝাঁকুনি দিলেন মমতা। সক্রিয়, দক্ষ কর্মীদের দায়িত্ব বাড়িয়ে বার্তা পাঠালেন দিদি। অর্থের বিনিময়ে ঘুষ কাণ্ডে চাপে থাকা মহুয়া মৈত্রকে অক্সিজেন দিয়ে কৃষ্ণনগরে দলের দায়িত্ব দিলেন মমতা।

উত্তর কলকাতায় দলের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ সাংসদ সুদীপ বন্দোপাধ্য়ায়কে। সব জেলায় সভাপতির সঙ্গে চেয়ারপার্সন নিযুক্ত করা হলেও অন্তর্দ্বন্দ্বে জর্জরিত উত্তর কলকাতায় এই পদ ফাঁক রাখল রাজ্যের শাসক দল। শুভেন্দু অধিকারীর তমলুকে তৃণমূলের জয় নিশ্চিত করতে সভাপতি করা হল অসিত ব্যানার্জিকে। শিশির অধিকারীর কাঁথিতে দলপ্রধান করা হল পীযুষ কান্তি পণ্ডাকে।

দক্ষিণ কলকাতায় সভাপতি করা হল রাসবিহারীর বিধায়ক দেবাশীষ কুমারকে। হুগলির আরামবাগে দলীয় সভাপতি নিযুক্ত করা হল রমেন্দু সিংহ রায়কে।

উত্তর কলকাতা:

জেলা সভাপতি- সুদীপ বন্দ্যোপাধ্যায়

জেলা চেয়ারপার্সন- খালি রাখা হয়েছে

দক্ষিণ কলকাতা:

জেলা সভাপতি- দেবাশীষ কুমার

জেলা চেয়ারপার্সন- মণীশ গুপ্ত

হাওড়া (গ্রামীন)

জেলা সভাপতি- অরুণাভ সেন

জেলা চেয়ারপার্সন- সমীর পাঁজা

হাওড়া (শহর)

জেলা সভাপতি- কল্যানেন্দু ঘোষ

জেলা চেয়ারপার্সন- লগন দেও সিং

উত্তর ২৪ পরগনা (দমদম-বারাকপুর)

জেলা সভাপতি:তাপস রায়

জেলা চেয়ারপার্সন:নির্মল ঘোষ

উত্তর ২৪ পরগনা (বারাসত)

জেলা সভাপতি: কাকলি ঘোষ দস্তিদার

জেলা চেয়ারপার্সন: রত্না বিশ্বাস

উত্তর ২৪ পরগনা (বনগাঁ)

জেলা সভাপতি: বিশ্বজিত দাস

জেলা চেয়ারপার্সন: শ্যামল রায়

উত্তর ২৪ পরগনা (বসিরহাট)

জেলা সভাপতি: হাজি নুরুল ইসলাম

জেলা চেয়ারপার্সন: সজল ব্যানার্জি

দক্ষিণ ২৪ পরগনা (যাদবপুর-ডায়মন্ড হারবার)

জেলা সভাপতি: শুভাশীষ চক্রবর্তী

জেলা চেয়ারপার্সন: অশোক দেব

দক্ষিণ ২৪ পরগনা (সুন্দরবন)

জেলা সভাপতি: জয়দেব হালদার

জেলা চেয়ারপার্সন: নমিতা সাহা

পূর্ব মেদিনীপুর (তমলুক)

জেলা সভাপতি: অসিত ব্যানার্জি

জেলা চেয়ারপার্সন: চিত্তরঞ্জন মাইতি

পূর্ব মেদিনীপুর (কাঁথি)

জেলা সভাপতি: পীযুষ কান্তি পণ্ডা

জেলা চেয়ারপার্সন: তরুণ মাইতি

পশ্চিম মেদিনীপুর (মেদিনীপুর):

জেলা সভাপতি: সুজয় হাজরা

জেলা চেয়ারপার্সন: দীনেন রায়

পশ্চিম মেদিনীপুর (ঘাটাল):

জেলা সভাপতি: আশীস হুদাইত

জেলা চেয়ারপার্সন: শঙ্কর দলুই

ঝাড়গ্রাম

জেলা সভাপতি: দুলাল মুর্মু

জেলা চেয়ারপার্সন: বীরবাহ সোরেন টুডু

নদিয়া (কৃষ্ণনগর)

জেলা সভাপতি: মহুয়া মৈত্র

জেলা চেয়ারপার্সন: রুকবানুর রহমান

নদিয়া (রানাঘাট)

জেলা সভাপতি: দেবাশীষ গাঙ্গুলি

জেলা চেয়ারপার্সন: শ্রীপা দাস

হুগলি (শ্রীরামপুর)

জেলা সভাপতি: অরিন্দম গুইন

জেলা চেয়ারপার্সন: অসিমা পাত্র

হুগলি (আরামবাগ)

জেলা সভাপতি: রমেন্দু সিংহ রায়

জেলা চেয়ারপার্সন: স্বপন নন্দী