2014 Burdwan Blast: খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে ৪ জামাত জঙ্গির ৭ বছরের জেল

খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে (Burdwan blast) ৪ জামাত জঙ্গির ৭ বছরের জেল। গতকাল এই সাজা শুনিয়েছে কলকাতার জেলা ও দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালত। সাজাপ্রাপ্ত সবার পাঁচ হাজার টাকা করে জরিমানাও নির্দেশ দিয়েছেন বিচারক। অনাদায়ে আরও পাঁচ মাসের জেল। জঙ্গিরা বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (JMB) সদস্য বলে জানিয়েছেন জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।

খাগড়াগড় বিস্ফোরণ। ফাইল ফোটো (Photo: PTI)

কলকাতা, ৯ সেপ্টেম্বর: খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে (Burdwan blast) ৪ জামাত জঙ্গির ৭ বছরের জেল। গতকাল এই সাজা শুনিয়েছে কলকাতার জেলা ও দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালত। সাজাপ্রাপ্ত সবার পাঁচ হাজার টাকা করে জরিমানাও নির্দেশ দিয়েছেন বিচারক। অনাদায়ে আরও পাঁচ মাসের জেল। জঙ্গিরা বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (JMB) সদস্য বলে জানিয়েছেন জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।

গতকাল এনআইএর বিশেষ আদালতের বিচারক প্রসেনজিৎ বিশ্বাস এই আদেশ দেন। দোষী সাব্যস্ত হওয়া এই চার জঙ্গি হল মহম্মদ ইউনিস, মতিউর রহমান, জিয়াউল হক ও জহিরুল শেখ। আরও পড়ুন: BJP State Committee Member Names Announced: বিজেপি রাজ্য কমিটিতে শোভন চ্যাটার্জি-শুভ্রাংশু রায়, বাদ পড়লেন চন্দ্রকুমার বসু

NIA-র তরফে জানানো হয়েছে, এই মামলায় ৩৩ জন অভিযুক্তের নামে চার্জশিট দেওয়া হয়েছিল। যার মধ্যে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গত বছরের অগাস্ট ও নভেম্বে মোট ২৪ জনকে দোষী সাব্যস্ত করেছে ও সাজা শুনিয়েছে এনআইএ আদালত। বাকি ৩ জন গ্রেপ্তার হওয়া অভিযুক্তের শুনানি চলছে। ২ জন পলাতক অভিযুক্তর বিরুদ্ধে মামলা চলবে।