Rajib Banerjee: ডোমজুড়ের নেতার 'ঘরওয়াপসি' ত্রিপুরায়, ভুল করেছিলাম বলে তৃণমূলে ফিরলেন রাজীব ব্যানার্জি

যতটা দাপট দেখিয়ে তৃণমূল ছেড়েছিলেন, ততটা নিষ্প্রভ হয়ে জোড়া ফুলে ফিরলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি। ভুল করেছিলাম, অনুতপ্ত বলে অভিষেকের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন রাজীব। যদিও রাজীবকে দলে ফেরানোর বিরোধিতা করে হাওড়া তৃণমূল নেতৃত্ব সহ দলের অনেকেই প্রবল বিরোধিতা করেছিলেন। দলে ফিরে রাজীব কতটা গুরুত্ব পান সেটাই এখন দেখার।

Former WB Minister Rajib Banerjee rejoins TMC. (Photo Credits: Twitter)

আগরতলা, ৩১ অক্টোবর: যতটা দাপট দেখিয়ে তৃণমূল (TMC) ছেড়েছিলেন, ততটা নিষ্প্রভ হয়ে জোড়া ফুলে ফিরলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি (Rajib Banerjee)। ভুল করেছিলাম, অনুতপ্ত বলে অভিষেকের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন রাজীব। যদিও রাজীবকে দলে ফেরানোর বিরোধিতা করে হাওড়া তৃণমূল নেতৃত্ব সহ দলের অনেকেই প্রবল বিরোধিতা করেছিলেন। দলে ফিরে রাজীব কতটা গুরুত্ব পান সেটাই এখন দেখার। বিধানসভা ভোটের ঠিক আগে রাজীবের দল ছাড়া রুখতে বারবার তাঁর কাছে ছুটে যেত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু রাজীব এরপর দিদির বিরুদ্ধে তোপ দেগে মোদী শিবিরে যোগ দিয়েছিলেন। লাভ কিছুই হয়নি। অনেক প্রচার করেও বিধানসভা ভোটে নিজের কেন্দ্র ডোমজুড়ে রাজীব হারেন প্রায় ৪৩ হাজারের বিশাল ব্যবধানে।

বিজেপিতে গিয়ে তিনি বড় দায়িত্বও পেয়েছিলেন। কিন্তু জনগণের রায়ে প্রত্যাখাত হয়ে রাজীব বুঝতে পারেন, দিদির শিবিরে না ফিরলে তাঁর রাজনৈতিক ভবিষ্যত অন্ধকার। তাই নিজের জেলায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে প্রত্যাখাত হয়েও রাজীব ফিরলেন। আরও পড়ুন: ৬ মাস বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু লোকাল ট্রেন

দেখুন টুইট

২০১১ সালে ডোমজুড় কেন্দ্র থেকে প্রথমবার তৃণমূলের টিকিটে জিতে মন্ত্রী হন রাজীব। এরপর ২০১৬ বিধানসভা ভোটে ডোমজুড়ে তৃণমূলের প্রতীকে রাজীব জেতেন রেকর্ড ১ লক্ষ ৬ হাজারের বেশি ব্যবধানে। হাওড়া জেলায় তৃণমূলের সর্বেসর্বা অরূপ রায়ের সঙ্গে সম্পর্ক খারাপের জেরেই রাজীব কোণঠাসা হতে থাকেন। পরে বিজেপি-তে যোগ দেন। মুকুল রায়, সব্যসাচী দত্তের পর আরও এক বড় নেতার তৃণমূলে ফেরা সম্পূর্ণ হল।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বিধানসভা ভোটের কয়েক দিন আগেই যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। ভোটের ফল প্রকাশের পর থেকেই নতুন করে রাজ্যে দলবদলের হাওয়া চলছে। অনেক ‘বেসুরো’র মধ্যে ছিলেন রাজীবও। বিজেপির অনেক বৈঠকেই তাঁকেও দেখা যায়নি। সেই থেকেই জল্পনা শুরু। নানা সময় তাঁর ফেসবুক পোস্ট গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়েছে। তা সত্ত্বেও সম্প্রতি রাজীবকে বিজেপির জাতীয় কর্মসমিতির আমন্ত্রিত সদস্য করা হয়। যদিও সেসব করে লাভ হল না।