Former CM Budhadev Bhattacharya Passed Away: শেষ হল দীর্ঘ লড়াই, বুদ্ধদেবের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-এর (দেখুন পোস্ট)

বাংলায় বামফ্রন্টের ৩৪ বছরের শাসন কালে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর এই পদে অধিষ্ঠিত ছিলেন। তাঁর উত্তরসূরী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বসূরীর মৃত্যুতে তাঁর শোকবার্তায় শ্রদ্ধা জানান।

দীর্ঘ লড়াইয়ের অবসান, চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য । গুরুতর অসুস্থতার কারণে গত বছর ২৯ জুলাই তাকে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তিনি নিউমোনিয়ার চিকিৎসাধীন ছিলেন এবং তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এরপর ১১দিন চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হলে ৯ অগস্ট তাকে ছেড়ে দেওয়া হয়।

বাংলায় বামফ্রন্টের ৩৪ বছরের শাসন কালে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর এই পদে অধিষ্ঠিত ছিলেন। তাঁর উত্তরসূরী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বসূরীর মৃত্যুতে তাঁর শোকবার্তায় শ্রদ্ধা জানান।

 

@IndiaTales7