Buddhadeb Bhattacharjee Health Update: ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, ফের হাসপাতালে ভর্তি মীরাদেবী

হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পর বেশ ভাল আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)৷ তাঁকে রেমডেসিভির ইঞ্জেকশন দেওয়া হয়েছে৷ বাইপ্যাপের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছে বুদ্ধবাবুকে৷

বুদ্ধদেব ভট্টাচার্য(Photo Credits: Social Media)

কলকাতা, ২৬ মে: হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পর বেশ ভাল আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)৷ তাঁকে রেমডেসিভির ইঞ্জেকশন দেওয়া হয়েছে৷ বাইপ্যাপের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছে বুদ্ধবাবুকে৷ এখন তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯২৷ একটু ঝিমুনির মতো ভাব রয়েছে৷ তবে ডাকলে সাড়া দিচ্ছেন৷ মঙ্গলবার রাতে খাবারাও খেয়েছেন তিনি৷ ৮০-র কাছাকাছি অক্সিজেন স্যাচুরেশন নিয়ে মঙ্গলবার বেলার দিকে দক্ষিণ কলকাতার এক বেরসকারি হাসপাতালে বুদ্ধবাবুকে ভর্তি করা হয়েছিল৷ সেই পরিস্থিতি থেকে এখন তাঁর স্বাস্থ্যের বেশ খানিকটা উন্নতি হয়েছে৷ এদিকে প্যানিক অ্যাটাকের জেরে ফের উডল্যান্ডসে ভর্তি হয়েছেন মীরা ভট্টাচার্য৷ আরও পড়ুন-WhatsApp Files Legal Complaint: ইউজারের গোপনীয়তা রক্ষার্থে কেন্দ্রের বিরুদ্ধে আদালতে WhatsApp

গত ১৮ মে সস্ত্রীক করোনায় আক্রান্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য৷ তবে হাসপাতালে আসতে অনীহা প্রকাশ করায় তাঁর পাম অ্যাভিনিউর বাড়ি থেকেই চলছিল চিকিৎসা৷ অন্যদিকে স্ত্রী মীরাদেবীর অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়৷ গত সোমবারই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছিলেন তিনি৷ ফের প্যানিক অ্যাটাকের জেরে হাসপাতালে ভর্তি হতে হল৷ সোমবার থেকেই বুদ্ধবাবুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ মঙ্গলবার সকালে চিকিৎসকরা আর বাড়িতে রাখার ঝুঁকি না নিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুদ্ধবাবুর শারীরিক পরিস্থিতির খোঁজখবর করেছেন৷



@endif