Sandeshkhali Case: জেলবন্দি শাহজাহান, জেলমুক্ত বিরোধী নেতানেত্রী! সন্দেশখালিকাণ্ডে প্রতিমুহূর্তে চলছে নাটকীয় টুইস্ট
বসিরহাট, ২৯ ফেব্রুয়ারি: একদিকে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) গ্রেফতারি, অন্যদিকে বিরোধী নেতানেত্রীদের জামিন। সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Case) প্রতি মুহূর্তে আসছে নাটকীয় মোড়। বৃহস্পতিবার জামিন পাওয়ার পর সন্দেশখালিতে মিছিল করে প্রবেশ করল বিজেপি নেতা বিকাশ সিং (Vikas Singh)। বৃহস্পতিবার বসিরহাটের জেলার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং কো-অর্ডিনেটরকে অভিনন্দন জানালেন দলের কর্মী সমর্থকেরা।
বুধবার বিকাশের জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে, এদিন আইএসএফ কর্মী আয়েশা বিবির (Ayesha Bibi) জামিন মঞ্জুর হয় বসিরহাট আদালত থেকে। তাৎপর্যপূর্ণভাবে, মঙ্গলবার সিপিএম নেতা নিরাপদ সর্দারের (Nirapada Sardar) জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। বিজেপি নেতার জামিন মঞ্জুর করার সময় বিচারপতি কৌশিক চন্দের মন্তব্য, বিকাশ সিংয়ের এফআইআরে তেমন কিছু নেই যে তাঁকে গ্রেফতার করা হবে।
অন্যদিকে, বিকাশের বিরুদ্ধে যিনি অভিযোগ তুলেছিলেন সেই তৃণমূল নেতা তথা উত্তম-শিবু ঘনিষ্ঠ ভানু মণ্ডল সন্দেশখালিতে রয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি উত্তম সর্দারের গ্রেফতারির কিছুক্ষণের মধ্যেই বিকাশকে গ্রেফতার করা হয়। তারপর ১২ ফেব্রুয়ারি বসিরহাট আদালত তাঁর জামিন মঞ্জুর করার পর তিনি যখন আদালত থেকে বের হন, তখন অন্য কেসে ফের তাঁকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ।