Shyama Prasad Mukherjee Arrested: ১০ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
প্রায় ১০ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার বিষ্ণুপুরের (Bishnupur) প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shyama Prasad Mukherjee)। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পুরসভার টেন্ডার সংক্রান্ত আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। সূত্রের খবর, বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্তের অভিযোগের ভিত্তিতে রবিবার শ্যামাপ্রসাদকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ।
বিষ্ণুপুর, ২২ অগাস্ট: প্রায় ১০ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার বিষ্ণুপুরের (Bishnupur) প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shyama Prasad Mukherjee)। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পুরসভার টেন্ডার সংক্রান্ত আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। সূত্রের খবর, বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্তের অভিযোগের ভিত্তিতে রবিবার শ্যামাপ্রসাদকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ।
বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন। শুভেন্দুর পথ ধরেন অনেকেই। বর্ষীয়ান তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও সেই পথেই হাঁটেন। তবে তাঁকে প্রার্থী করেনি বিজেপি। এর পরই শ্যামাপ্রসাদ অভিযোগ করেন, তন্ময় ঘোষ নামে যে ব্যক্তিকে বিষ্ণুপুর থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে, তিনি কোটি টাকায় সেই টিকিট কিনেছেন। আরও পড়ুন: Kabul Evacuation: কাবুল থেকে ১৬৮ জন যাত্রীকে নিয়ে বায়ুসেনার সি-১৭ বিমান নামল হিন্দন ঘাঁটিতে
ভোটে টিকিট না পেয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়েছিলেন শ্যামাপ্রসাদ। তবে তৃণমূল তাঁকে দলে ফিরিয়ে নেওয়ার মনোভাব দেখায়নি।