Flight Accident in Kolkata: কলকাতায় অবতরণের সময় প্রবল ঝড়-বৃষ্টিতে এয়ার টার্বুলেন্সে পড়ল বিমান, আহত ৮ যাত্রী
আজ কলকাতা ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি হয়। যার জেরে এয়ার ভিস্তারার বিমানের অবতরণ করার সময় বিমানটি এয়ার টার্বুল্যান্সের কবলে পড়ে। এয়ার ভিস্তারার বিমানটি মুম্বই থেকে কলকাতায় অবতরণ করছিল। বিকেল ৫টা নাগাদ অবতরণের সময় এয়ার টার্বুল্যান্সে পড়ে বিমানটি। প্রবল ঝাঁকুনিতে আহত হন ৮ জন যাত্রী। মোট ৩ জন গুরুতর আহত হন।
কলকাতা, ৭ জুন: আজ কলকাতা ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি হয়। যার জেরে এয়ার ভিস্তারার (Air Vistara) বিমানের অবতরণ করার সময় বিমানটি এয়ার টার্বুল্যান্সের (Air Turbulence) কবলে পড়ে। এয়ার ভিস্তারার বিমানটি মুম্বই থেকে কলকাতায় অবতরণ করছিল। বিকেল ৫টা নাগাদ অবতরণের সময় এয়ার টার্বুল্যান্সে পড়ে বিমানটি। প্রবল ঝাঁকুনিতে আহত হন ৮ জন যাত্রী। মোট ৩ জন গুরুতর আহত হন।
আহতদের ফার্স্ট এড চিকিৎসা করা হয় ও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, এক বৃদ্ধ যাত্রীর ঘাড়ের হাড় সরে যায়। এক মহিলা যাত্রীর হাতে ফ্র্যাকচার হয়। বিমানের পাইলট ল্যান্ডিং-র প্রস্তুতি নেওয়া শুরু করার সময়ই ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। অবতরণের সংকেত আগে ঠিক জানানো না হওয়ায় যাত্রীরা প্রস্তুত ছিলেন না। ল্যান্ডিংয়ের মিনিট ১৫ আগেই এয়ার টার্বুলেন্সে পড়ে বিমানটি। যার জেরে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন, 'আমি নই, দলের সব কর্মীরাই সেকেন্ড ম্যান', মন্তব্য অভিষেক বন্দোপাধ্যায়ের
বিমানসংস্থা কর্তৃপক্ষের তরফে, গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়।