Asansol Stampede: আসানসোলে শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৫

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ধর্মীয় অনুষ্ঠানে (Religious Event) পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ।

ফাইল ফটো (Photo Credit: Twitter)

আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman District) আসানসোলে (Asansol) ধর্মীয় অনুষ্ঠানে (Religious Event) পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়ে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে আসানসোল সিটি পুলিশ। ধৃতরা সবাই স্থানীয় বিজেপি নেতা (BJP leader) ও আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারির (Jitendra Tiwari) ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। আরও পড়ুন: Vijay Diwas 2022: বিজয় দিবস উপলক্ষ্য়ে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে পতাকা উত্তোলন

এপ্রসঙ্গে আসানসোল সিটি পুলিশের এক আধিকারিক বলেন, "পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আসানসোলের বিভিন্ন জায়গা থেকে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছি আমরা। তদন্ত করে আমরা খোঁজার চেষ্টা করছি যে পদপিষ্টের এই ঘটনা পরিকল্পনা করে করা হয়েছে না ওই ধর্মীয় অনুষ্ঠানের উদ্যোক্তাদের গাফিলতির জন্য ঘটেছে।"

প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে একটি ধর্মীয় অনুষ্ঠানে কম্বল বিতরণ (blanket distribution) করা হচ্ছিল। পশ্চিমবঙ্গের (West Bengal) বিরোধী দলনেতা (LOP) ও বিজেপি বিধায়ক (BJP MLA) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অনুষ্ঠানের মঞ্চ থেকে চলে যাওয়ার পর কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি করতে থাকেন বলে অভিযোগ। অনেকেই নাকি মঞ্চের উপর ওঠার চেষ্টা করেন। এর ফলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় দুই মহিলা ও একটি শিশুর আর গুরুতর জখম হন পাঁচজন। এরপর একে অপরকে দোষারোপ করতে থাকে বিজেপি ও তৃণমূল। পুলিশের পক্ষ থেকে জানানো হয় অনুষ্ঠানটির জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি প্রশাসনের কাছ থেকে।