Champahati: চম্পাহাটিতে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির চাল, আগুনে পুড়ে মৃত ১, আহত ৩
বাংলায় ফের বাজি কারখানায় বিস্ফোরণ। শনিবার ঘটনাটি ঘটেছে চম্পাহাটির হাঁড়ালে সর্দারপাড়া এলাকায়। ঘটনার জেরে আগুন ঝলসে মৃত এক মহিলা।
বাংলায় ফের বাজি কারখানায় (Firecrackers Factory) বিস্ফোরণ। শনিবার ঘটনাটি ঘটেছে চম্পাহাটির (Champahati) হাঁড়ালে সর্দারপাড়া এলাকায়। ঘটনার জেরে আগুন ঝলসে মৃত এক মহিলা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও তিনজন। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী। বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে। সূত্রের খবর, বাড়ির মধ্যে বাজি মজুত ছিল। আর এদিন সম্ভবত রান্নার সিলিন্ডার ফাটার কারণে বাজিতেও আগাুন লাগে। তার জেরেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির চাল পর্যন্ত উড়ে যায়।
জানা যাচ্ছে, এদিন দুপুরে আচমকাই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে দেখে পিন্টু মণ্ডলের বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার হয় পিন্টু মণ্ডল, শুভঙ্করী সর্দার, ভক্তি সর্দারকে। অন্যদিকে শঙ্করী হালদার নামে এক মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তাঁর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এবারের কালীপুজোয় বেশকিছু বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বিক্রি হয়নি। সেগুলি বাড়ির মধ্যেই মজুত ছিল। এদিন রান্নার সময় গ্যাস লিক করার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।